,

কচুরিপানা ও বৃষ্টির পানিতে ভরে গেছে বিবিয়ানা নদী

রবিউল হোসেন : কচুরিপানা ভরে গেছে মোস্তফাপুর এলাকা ও বিবিয়ানা নদী। হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার ৩নং ইনাতগঞ্জ ইউনিয়নের মোস্তফাপুরে এই বিবিয়ানার নদীর পাড়ে ৪০ থেকে ৫০টি বাড়ি ঘর পানি ও কচুরিপানা বন্ধি। নদী পাড়া পাড়ের নেই কোন সুবিধা, নৌকা-ই তাদের একমাত্র ভরসা। অনেক মানুষ একটি নৌকার জন্য ঠিকমতো নদী পাড়া পাড় হতে পারে না। হাট বাজার, সামাজিক যোগাযোগ ও স্কুল কলেজে যাতায়াতে সৃষ্টি হচ্ছে বিঘ্নতা। এই কচুরিপানা বাহির হওয়ার কোন ব্যবস্থা নেই। নদীর নাব্যতা হ্রাস পাচ্ছে বছরের পর বছর। এই এলাকার সব খাল বিল বন্ধ করে দিয়েছে এক শ্রেণীর সুবিধা ভোগী মানুষ। নদী দখল, খাল বিল দখল করে ফসলের জমি ঘর ও রাস্তা বানাচ্ছে এক শ্রেণীর মানুষ। বর্ষাকালে নদী খাল বিল অল্প পানিতে ভরে যায়, সৃষ্ট হয় জলাবদ্ধতা, পানি বন্ধি হয়ে পরে ১৫ থেকে ২০টি গ্রাম। আবার কোন এক সময় শুষ্ক মৌসুমে নদীতে পানি থাকে না। পানির জন্য ফসলের জমি আবাদ করা যায় না। নদী ও খাল খনন কবে হবে এই এলাকাতে, সেই প্রত্যাশায় প্রহর গুনছে দীর্ঘ বছর এই এলাকার পানিবন্ধি মানুষ। জলাবদ্ধতা সৃষ্ট বন্যার কবল থেকে কবে মুক্তি পাবে এই এলাকার সাধারণ মানুষ। সরকারের উর্ধ্বতন মহলের দৃষ্টি আকর্ষণ করছে এই পানি বন্ধি মানুষজন, জলাবদ্ধতা ও বন্যার কবল থেকে এই এলাকাবাসীকে রক্ষা করার জন্য।


     এই বিভাগের আরো খবর