,

বানিয়াচংয়ে সুফিয়া মতিন মহিলা কলেজে ভর্তিকৃত শিক্ষার্থীদের কাস শুরু

স্টাফ রিপোর্টার : বানিয়াচংয়ে সুফিয়া মতিন মহিলা কলেজে ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) ১ম বর্ষে ভর্তিকৃত শিক্ষার্থীদের আনষ্ঠানিক কাস শুরু করা হয়েছে। এ উপলক্ষ্যে গতকাল বুধবার (১২ জুলাই) সকাল ১১ ঘটিকায় কলেজ ভবনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অধ্যক্ষ সুলতান আহমদ ভুঁইয়ার সভাপতিত্বে উক্ত আলোচনা সভায় অভিভাবকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন বানিয়াচং উপজেলা প্রেসক্লাব সভাপতি এস এম খোকন, সহকারী অধ্যাপক সালামত আলী খাঁন, ফেরদৌসী রহমান, প্রভাষক তামান্না আক্তার মিয়াজী, রাহমতুল বারী, মফিকুল হোসেন রুবেল, মহিবুর রহমান, শিব্বির আহমদ, জাকিয়া জেমি, ফুয়াদ মিয়া, জামিল আহমদ প্রমুখ। এছাড়া কলেজের বিভিন্ন শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
সভাপতির বক্তব্যে অধ্যক্ষ সুলতান আহমদ ভুঁইয়া বলেছেন, বানিয়াচংয়ে নারী শিক্ষাকে এগিয়ে নিতে লন্ডন প্রবাসী বিশিষ্ট শিক্ষানোরাগী এম এ মতিন খাঁন ২০০০ সালে সুফিয়া মতিন মহিলা কলেজটি প্রতিষ্ঠা করেন। এরপর থেকে প্রতিষ্ঠানটি এলাকার নারী শিক্ষায় অগ্রণী ভূমিকা পালন করে আসছে। শুরুতেই কলেজের পক্ষ থেকে ভর্তিকৃত শিক্ষার্থীদের শিক্ষকবৃন্দ বরণ করে নেন।


     এই বিভাগের আরো খবর