,

মাধবপুর থানায় শালিসে সংঘর্ষের ঘটনায় পুলিশ এসল্ট মামলায় ১৪ জন কারাগারে

পিন্টু অধিকারী, মাধবপুর : মাধবপুরে থানায় শালিসে সংঘর্ষের ঘটনায় পুলিশ এসল্ট মামলায় ১৪ জনকে কারাগারে পাঠিয়েছে পুলিশ। কারাগারে প্রেরনকৃতরা হলেন উপজেলার বেজুড়া গ্রামের হেলাল মিয়া (৩০), দুলাল মিয়া (২৫), মমরাজ (২৮), জাবেদ মিয়া (৩০), সিরাজুল ইসলাম (৬০), লোকমান মিয়া (৪০), জামাল মিয়া (৩৫), রজব আলী (৪৫), মিজান মিয়া (৩০), শাহ আলম (৩৫), কামাল মিয়া (৪০), হুমায়ূন কবীর (৫০), আব্দুল হাই (৪০), হৃদয় মিয়া (২৫)। শুক্রবার বিকেলে আটক ১৪ জনকে পুলিশ এসল্ট মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
মাধবপুর থানার পুলিশ পরিদর্শক আতিকুর রহমান জানান, থানা এলাকায় একটি শালিসে বেজুড়া গ্রামের দুপক্ষের লোকজন মারামারিতে লিপ্ত হয়। মারিমারির সময় তাদের নিক্ষেপ করা প্লাষ্টিক চেয়ার ও দেশীয় অস্ত্রে ৬ পুলিশ আহত হন। এ ঘটনায় মাধবপুর থানার এসআই সাইদুল ইসলাম উপজেলার বেজুড়া গ্রামের হেলাল মিয়াকে প্রধান আসামী করে ৫৪ জনের নামসহ অজ্ঞাত ২০/২৫ জনের পুলিশ এসল্ট মামলা করেন। মামলায় আটক ১৪ জনকে গ্রেফতার দেখিয়ে আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়েছে।


     এই বিভাগের আরো খবর