,

মাধবপুরে সুদের টাকার জন্য বাড়িঘরে হামলা :: মা-মেয়ে আহত

মাধবপুর প্রতিনিধি : মাধবপুরে সুদের টাকার জন্য সুদ/দাদন ব্যবসায়ী কয়েকজনের বাড়িঘরে হামলা চালিয়ে বাড়িঘর ভাংচুর করেছে। এ সময় তাদের হামলায় ২ জন আহত হয়েছে। সুদের টাকার জন্য হামলা করে উল্টো নিরিহ লোকদের নামে মামলা করে হয়রানি করার অভিযোগ পাওয়া গেছে। সুদ/দাদন ব্যবসায়ী জামাল মিয়া নিজের হাতে নিজে আঘাত করে ও তার নাবালিকা মেয়েকে আঘাত করে প্রতিপক্ষের বিরুদ্ধে মামলা করার ষড়যন্ত্র করছে। মামলা ও স্থানীয় সুত্রে জানা যায়, মাধবপুর উপজেলার জগদীশপুর ইউনিয়নের খাটুরা গ্রামের মৃত আলাদ আলীর ছেলে সফর আলীর কিছু টাকার প্রয়োজন হওয়ায় একই গ্রামের সুবেদ আলীর ছেলে জামাল মিয়ার নিকট থেকে মাসিক সুদে ১০ হাজার টাকা নেয়। কিছুদিন পর জামাল মিয়াকে সুদে আসলে ১৬ হাজার টাকা ফেরত দেওয়া হলেও জামাল মিয়া আরো টাকা দাবি করেন। এ নিয়ে সুবেদ আলীর সঙ্গে জামাল মিয়ার তর্ক বিতর্ক হয়। গত ৩০ জুন জামাল মিয়ার নেতৃত্বে একদল লোক দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সুবেদ আলী সহ তার ভাইদের বাড়িতে হামলা করে। এতে সফর আলীর মেয়ে লিজা আক্তার ও স্ত্রী সামিরুন নেছা গুরুতর আহত হয়। এ ঘটনায় সফর আলী বাদি হয়ে মাধবপুর থানায় একটি মামলা দায়ের করেন (মামলা নং- ৩২)। জামাল মিয়া সফর আলী ও তার লোকদের ফাঁসাতে নতুন করে মামলার ষড়যন্ত্র করছে বলে স্থানীয় লোকজন দাবি করেন। সফর আলী জানান, জামাল মিয়া নিজের হাতে নিজে আঘাত করে ও তার শিশু সন্তানের দাঁতে আঘাত করে তাদের নামে মিথ্যা মামলা দিয়ে ফাঁসাতে চেষ্টা করছে।
মাধবপুর থানার ওসি আব্দুর রাজ্জাক জানান, কেউ মিথ্যা ঘটনা নিয়ে থানায় মামলা করার সুযোগ নেই। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


     এই বিভাগের আরো খবর