,

থানার মোড় ও সদর হাসপাতালের প্রধান ফটক টমটম স্ট্যান্ডে পরিণত

স্টাফ রিপোর্টার : হবিগঞ্জ সদর মডেল থানা ও সদর হাসপাতালের প্রধান ফটক টমটম স্ট্যান্ডে পরিণত হয়েছে। ফলে ঘণ্টার পর ঘণ্টা যানজট লেগেই থাকে। প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত শত শত টমটম দাড় করিয়ে রেখে এখানে পার্কিং করা হয়। ট্রাফিক পুলিশ দাড়িয়ে থাকলেও এর কোনো ব্যবস্থা নিচ্ছে না। এদিকে হাসপাতালে আসা রোগী ও থানায় আসা সেবাপ্রত্যাশীর ভোগান্তিতে পড়েন।
হবিগঞ্জ শহরের গুরুত্বপূর্ণ এ পয়েন্টে যানজট থাকায় অফিসগামী কর্মকর্তা-কর্মচারী, শিক্ষার্থীসহ সাধারণ মানুষ সময় মতো গন্তব্যে পৌঁছাতে পারছেন না। টমটম চালকরা জানান, কর্তৃপক্ষকে ম্যানেজ করেই তারা স্ট্যান্ড বসিয়েছেন। এ বিষয়ে ভুক্তভোগীরা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন।


     এই বিভাগের আরো খবর