,

নবীগঞ্জে সৎসঙ্গের উদ্যোগে ঠাকুর অনুকুল চন্দ্রের ভাদ্র পরিক্রমার বিশেষ অধিবেশন

নিজস্ব প্রতিনিধি : বিশ্ব সৎসঙ্গের প্রতিষ্টাতা যুগপুরুষোত্তম পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের ১৩৬তম শুভ আর্বিভাব দিবস ও তিথিকে কেন্দ্র করে জন্মমাস উপলক্ষে নারায়ন গোপের আয়োজনে কানাইপুর গ্রামে শুভ ভাদ্র পরিক্রমার ১৭তম দিনে বিভিন্ন অনুষ্টানমালার মধ্য দিয়ে সৎসঙ্গ অনুষ্টিত হয়।
অনুষ্টামালার মধ্যে ছিল সমবেত প্রার্থনা, বিশ্বশান্তি কামনায় নামজপ, সদ গ্রন্থাদি পাঠ, আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্টান। সৎসঙ্গ বাংলাদেশ প্রচারক এসপি আর সুকুমার দাশের পৌরহিত্যে এবং সৎসঙ্গ বাংলাদেশ নবীগঞ্জ উপজেলা শাখার সভাপতি মৃম্ময় কান্তি দাশ বিজন ও সাধারন সম্পাদক সাংবাদিক উত্তম কুমার পাল হিমেলের সার্বিক পরিচালনায় সৎসঙ্গ অধিবেশনে উপস্থিত ছিলেন সৎসঙ্গের সপ্রচারক এসপিআর নিশিকান্ত দাশ, সৎসঙ্গ বাংলাদেশ হবিগঞ্জ জেলা শাখার সাধারন সম্পাদক সুনীল চন্দ্র দাশ, যোগেন্দ্র দাশ, সৎসঙ্গ বাংলাদেশ নবীগঞ্জ উপজেলা শাখার সাবেক সভাপতি শ্রী মৃনাল কান্তি দাশ বাদল, কানু লাল দাশ, বিধু ভূষন গোপ, ইরেশ গোপ, তাপস বনিক, শিক্ষক নিখিল চন্দ্র সুত্রধর, নরেশ দাশ, শংকর চন্দ্র গোপ, নিতেশ দাশ, প্রদীপ দাশ, সজল ভট্টাচার্য্য, শিক্ষক রাজীব দাস, শিক্ষক নারায়ন দাশ, সেলাই দাশ, বিপুল দাশ, জয়হরি দেব। অনুষ্টানে সংগীত পরিবেশন করেন, যোগেন্দ্র দাশ, খোকন গোপ, পলি গোপ, শুভশ্রী পাল সেজুতি, জনি গোপ। এতে সকল স্তরের নের্তৃবৃন্দ উপস্থিত ছিলেন। প্রচুর ভক্তসমাগমে আনন্দ বাজারে প্রসাদ বিতরন করা হয়।


     এই বিভাগের আরো খবর