,

বিএনপির সময়ে শিক্ষার্থীরা লেখাপড়ায় উৎসাহ পায়নি -এমপি আবু জাহির

স্টাফ রিপোর্টার : বিএনপি ক্ষমতায় থাকার সময়ে শিক্ষার্থীরা লেখাপড়ায় উৎসাহ পায়নি উল্লেখ করে হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির এমপি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ গড়ার ল্য নিয়ে সবেেত্র আধুনিক তথ্যপ্রযুক্তি জ্ঞানসম্পন্ন জনগোষ্ঠী গড়ে তুলেছেন।
তিনি গতকাল হবিগঞ্জ সদর উপজেলার লোকড়া ও রিচি ইউনিয়নে পৃথক মহিলা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
সংসদ সদস্য আরও বলেন, বিএনপি সরকার বছরের প্রথম দিনে শিক্ষার্থীদের হাতে পুরাতন বই তুলে দিত। এতে বাচ্চারা নিরানন্দ হয়ে বাড়ি ফিরতো। বাচ্চারা কিভাবে লেখাপড়ায় আগ্রহী হয়; এমন কোন উদ্যোগ বা পরিকল্পনা করেনি বিএনপি। বর্তমান সরকার বছরের প্রথম দিনে উৎসবের মাধ্যমে বাচ্চাদের হাতে নতুন বই তুলে দিচ্ছে। এতে লেখাপড়ায় তাদের উদ্দীপনা বাড়ছে। শিক্ষার্থীদের মায়ের মোবাইল নম্বরে মাসে মাসে টাকাও দেওয়া হচ্ছে। ফলে সকল পেশার মানুষের সন্তানরা এখন শিক্ষামুখী। তাঁরা যুগোপযোগী শিক্ষা নিয়ে শেষ বয়সে বাবা-মায়ের মুখে খাবার তুলে দিচ্ছে। শেখ হাসিনার নানা উদ্যোগের কারণে লেখাপড়া শেষে তরুণ প্রজন্মের কর্মসংস্থান নিশ্চিত হচ্ছে।
এ সময় বক্তারা বিগত সাড়ে ১৪ বছরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এমপি আবু জাহির হবিগঞ্জে যে অভাবনীয় উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়ন করেছেন তা তুলে ধরেন এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনেও নৌকায় ভোট দেওয়ার আহবান জানান। এছাড়া দুটি পৃথক সমাবেশে উপস্থিত প্রায় ৫ হাজার নারী আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকের পক্ষে থাকবেন বলে হাত তুলে সমর্থন জানিয়েছেন।
সদর উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফেরদৌস আরা বেগমের সভাপতিত্বে পৃথক সমাবেশে বক্তব্য রাখেন, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলেয়া আক্তার, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি মোঃ আক্রাম আলী, সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান শামীম, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুর রহমান, রিচি ইউপি চেয়ারম্যান আব্দুর রহিম, সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও পইল ইউপি চেয়ারম্যান সৈয়দ মঈনুল হক আরিফ, লোকড়া ইউপি চেয়ারম্যান কায়সার রহমান, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি রফিক আলী, আওয়ামী লীগ নেতা জাহির মিয়া, রিচি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মহিউদ্দিন চৌধুরী পারভেজ, লোকড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সেলিম তালুকদার, রিচি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহির মিয়া, লোকড়ার সাধারণ সম্পাদক আব্দুস শহীদ, শ্রমিক নেতা শেখ খলিলুর রহমান প্রমুখ।
সমাবেশে নারী ইউপি সদস্যসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নারী নেত্রীরা প্রথমেই এমপি আবু জাহিরকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান। পরে তারা ব্যাপক উন্নয়ন কাজের কৃতজ্ঞতা জানিয়ে সংসদ সদস্য বরাবর আরও দাবি-দাওয়ার কথা তুলে ধরেন।


     এই বিভাগের আরো খবর