,

নবীগঞ্জের বাউসা গ্রামে একাধিক মামলার আসামী সুহিন কারাগারে

স্টাফ রিপোর্টার : নবীগঞ্জ উপজেলার বাউসা ইউনিয়নের বাউসা গ্রামের একাধিক মামলার আসামী সুহিন মিয়া কারাগারে। গত সোমবার জিআর ১৭৩/২০২৩ মামলায় হবিগঞ্জ আদালতে হাজিরা দিয়ে জামিন আবেদন করলে বিজ্ঞ আদালত জামিন না মঞ্জুর করে মোঃ সুহিন মিয়া ও ছালাম মিয়াকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন। মামলার এজাহারে সূত্রে জানা যায়, বাউসা গ্রামের মৃত করম উল্লাহ পুত্র মোঃ সুহিন মিয়া এলাকায় দীর্ঘদিন যাবত নানা অপকর্ম ও অন্যায় কার্যকলাপ করে আসছে। প্রায় মাসেক পূর্বে বাউসা গ্রামের মৃত সজিদ উল্লাহ পুত্র মোঃ আঃ সালামকে মারপিঠ করে ইজারাকৃত জমির ধানের চারা ও নার্সারীর বিভিন্ন প্রজাতির গাছের চারা উপড়ে ফেলে ব্যাপক ক্ষতিসাধন করে। ওই ঘটনায় হামলার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। উক্ত ঘটনায় আঃ সালাম বাদি হয়ে সুহিন ও আব্দুল সাফি গংদের আসামী করে হবিগঞ্জে আদালতে মামলা দায়ের করেন। উক্ত মামলায় বাউসা গ্রামের মৃত ইয়াছিন উল্লাহ পুত্র আব্দুল মান্নানকে সাক্ষি হিসেবে দিলে আসামীরা মান্নানের উপর ক্ষিপ্ত হয়ে উঠে। এর জের ধরেই সুহিন মিয়া ও তার সঙ্গীয় লোকজন আব্দুল মান্নানকে প্রাণে হত্যা সহ নানা রকম হুমকি-ধামকি দিয়ে আসছিল। গত ১২/৯/২৩ ইং সকাল ৮টায় সুহিন নেতৃত্বে পূর্বকল্পিতভাবে আব্দুল মান্নানকে বাউসা বাজারে একা পেয়ে তার উপর হামলা চালায় এ সময় মান্নান দৌড়াইয়া তার বসত ঘরে প্রবেশ করলে হামলাকারীরা সেখানে গিয়ে তার উপর, দা ও দেশীয় অস্র নিয়ে হামলা চালায়। ওই সময়ে আব্দুল মান্নাকে বাঁচাতে তার স্ত্রী রাসনা বেগম ও ছেলে তোফায়েল মিয়া, পাবেল মিয়া এগিয়ে আসলে তাদেরকে দা দিয়ে কুপিয়ে রক্তাত্ব জখম করে। রাসনা বেগমের পরনের কাপড় টানা হেচড়া করে শ্লিতাহানি করে মারাত্বক জখম করে। আশপাশের লোকজন তাদের উদ্ধার করে, নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে আসলে তোফায়েল মিয়ার অবস্থা গুরুত্বর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। বাকিদের নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে চিকিৎসা প্রদান করা হয়। উক্ত ঘটনায় আব্দুল মান্নান বাদি হয়ে বাউসা গ্রামের মৃত করম উল্লাহ পুত্র মোঃ সুহিন মিয়া, মৃত ইয়াছিন উল্লাহ পুত্র ছালাম মিয়া, কালাম মিয়া ও সোফায়েলকে আসামী করে মামলা দায়ের করেন। এতে আরে ২/৩ জনকে অজ্ঞাত আসামী করা হয়।
আব্দুল মান্নান জানান, সুহিন এলাকায় আদিপত্য বিস্তার করতে নিরীহ ও শান্তিপ্রিয় লোকজনকে অত্যাচার করে আসছে। তার বিরুদ্ধে কেউ কথা বললে সে ও তার সঙ্গীয় লোকজন মানুষকে লাঞ্চিত করে। গ্রামের বিচার সালিশ সে তোয়াক্কা করে না। বাউসা বাজার পয়েন্টে সরকারি জায়গা ও কালভার্ট দখল করে সে ঘর নির্মাণ করে ব্যবসা করে আসছে। তার বিরুদ্ধে নারী নির্যাতন মামলা সহ বিভিন্ন মামলা রয়েছে।


     এই বিভাগের আরো খবর