,

লাখাইয়ে মোড়াকরি ইউপি চেয়ারম্যান ফয়সলের চাচাতো ভাইয়ের রান্না ঘরে মিললো ১৩৫ বস্তা সরকারি চাল!

লাখাই প্রতিনিধি : লাখাইয়ে উপজেলা প্রশাসনের অভিযানে ১৩৫ বস্তা সরকারি চাল জব্দ করা হয়েছে। মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার মোড়াকরি ইউপি চেয়ারম্যান আবুল কাশেম মোল্লা ফয়সলের চাচাতো ভাই ছুরুক মোল্লা ও ইসমাইল মোল্লার রান্না ঘর থেকে এ চালগুলো জব্দ করা হয়। সরকারের ভালনারেবল উইমেন বেনিফিট (ভিডাব্লিউবি) কার্ডের মাধ্যমে দরিদ্র মানুষের পুষ্টির অভাব পূরণে এ চাল বিতরণ করার কথা ছিল।
এ বিষয়ে লাখাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাহিদা সুলতানা জানান, চাল জব্দের ঘটনায় ছুরুক মোল্লা ও ইসমাইল মোল্লার বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। মামলাটি দায়ের করেছেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা পিয়ারা বেগম।
ইউএনও বলেন, ভিডাব্লিউবির ১৩৫ বস্তা অর্থাৎ চার হাজার ৫০ কেজি চাল আত্মসাতের উদ্দেশ্যে ছুরুক মোল্লা ও ইসমাইল মোল্লার বাড়িতে নিয়েছিল। এ ঘটনায় যদি ইউপি চেয়ারম্যানের সংশ্লিষ্টতার প্রমাণ মিলে তাহলে তার বিরুদ্ধেও আইনি ব্যবস্থা নেওয়া হবে।


     এই বিভাগের আরো খবর