,

চুনারুঘাটে জাতীয় কন্যা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

চুনারুঘাট প্রতিনিধি : চুনারুঘাট “বিনিয়োগে অগ্রাধিকার, কন্যা শিশুর অধিকার” এ প্রতিপাদ্যে পালিত হয়েছে জাতীয় কন্যাশিশু দিবস। এ উপলক্ষে গতকাল রবিবার সকালে এক র‌্যালী শহর প্রদক্ষিণ করে। র‌্যালী শেষে চুনারুঘাট উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে চুনারুঘাট উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সিদ্ধার্থ ভৌমিক । উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রোমানা আক্তার এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এড. মাহবুব আলী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল কাদির লস্কর, ভাইস চেয়ারম্যান লুৎফর রহমান মহালদার, মহিলা ভাইস চেয়ারম্যান আবিদা খাতুন, পৌর মেয়র মোহাম্মদ সাইফুল আলম, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আনোয়ার আলী, পৌর আওয়ামীলীগের সভাপতি মোঃ আবু তাহের মিয়া মহালদার, ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান রিপন, ইউপি চেয়ারম্যান মানিক সরকার, উপজেলা যুবলীগের যুগ্ম সম্পাদক জিল্লুর কাদির লস্কর রিমন, চুনারুঘাট প্রেসক্লাবের সভাপতি মোঃ জামাল হোসেন লিটন, রিপোর্টাস ইউনিটির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, সাংবাদিক ফারুক মাহমুদ, উপজেলা ছাত্রলীগের সভাপতি শাহজাহান সামী, সাধারণ সম্পাদক সায়েম তালুকদার প্রমূখ। অতিথিবৃন্দরা বলেন, আজকের কন্যা শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ। তারা ইভটিজিং, বাল্য বিবাহের কুফল, অপমৃত্যুরোধ ও যৌন হয়রানি সহ বিভিন্ন বিষয় নিয়ে গুরুত্বপূর্ন আলোচনা করেন। এ সময় বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক শিশু, শিক্ষার্থীগণ, বীর মুক্তিযোদ্ধাগণ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মীবৃন্দ, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধিগণ এবং প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।


     এই বিভাগের আরো খবর