,

শেখ হাসিনার জন্মদিনে নৌকা শ্লোগানে মুখরিত করলেন কেয়া চৌধুরী

স্টাফ রিপোর্টার : নবীগঞ্জ উপজেলার ৭নং করগাঁও ইউনিয়নের কমলাপুর গ্রাম একটি সুবিধা বঞ্চিত এলাকা। সেই এলাকায় আওয়ামীলীগ সরকারের আমলে ২০১৭ইং সালে সাবেক সংরক্ষিত আসনের সংসদ সদস্য আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরীর অক্লান্ত প্রচেষ্টায় ওই গ্রামে বিদ্যুৎ আসে। ওই সময়ে শুরু হয় মাটির রাস্তা নির্মাণের কাজ। ওই সেবার ভিত্তিতে এলাকার জনগণ সাবেক এমপি আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরীকে অন্তরের মনি কোঠায় স্থান করে নিলেন। এরপর থেকে এলাকার মানুষ তাকে আলোর ফেরিওয়ালা বলে কেয়া চৌধুরীকে আখ্যায়িত করেন। অনুষ্ঠানে সাবেক এমপি কেয়া চৌধুরীর তিনি তার বক্তব্যে বলেন দেশরত্ন শেখ হাসিনা বাংলাদেশকে আলোকিত করেছিলেন বলেই এত মানুষের কাছে বিদ্যুতের আলো পৌঁছাতে পেরেছিলাম। তাই যতটুকু সম্ভব মানুষের সেবা দেওয়ার সুযোগ পিয়েছিলাম। তাই কথা একটাই। শেখ হাসিনার সরকার বার বার দরকার। আসুন চৌকার পাশে থাকি। জয় বাংলার সাথে থাকি। গত শনিবার কমলাপুর গ্রামে ওয়ার্ড আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক রূহিন্দ্র দাশের সভাপতিত্বে ও উপজেলা জাতীয় শ্রমিকলীগ নেতা প্রভাস দাশ টিটুর পরিচালনায় বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা কানু লাল সরকার, কৃপেশ দাশ, জীতেন্দ্র দাশ, অক্ষুর দাশ, বিশিষ্ট মুরুব্বি নীরানন্দ দাশ, সুবীল দেব, বর্মমান মেম্বার বিকাশ দত্ত রায় ও যুবকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন কমলাপুর গ্রামের তরুন নেতা মোঃ খালিছ মিয়া প্রমুখ।


     এই বিভাগের আরো খবর