,

দুর্গোৎসব উপলক্ষে বানিয়াচংয়ে বিশেষ আইন-শৃংখলা সভা

স্টাফ রিপোর্টার : বানিয়াচংয়ে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে বিশেষ আইন-শৃংখলা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার (১৪ অক্টোবর) সকাল ১১ ঘটিকায় বানিয়াচং উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ-২ (বানিয়াচং-আজমিরীগঞ্জ) আসনের সাংসদ আলহাজ্ব এডভোকেট আব্দুল মজিদ খান।
বানিয়াচং উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহবুবর রহমান এর সভাপতিত্বে ও উপজেলা পূজা উদযাপন পরিষদের সম্পাদক নূপুর দেবের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা যুবলীগের সভাপতি ও বানিয়াচং উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আবুল কাশেম চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা আক্তার, সহকারী কমিশনার (ভূমি) মোঃ সাইফুল ইসলাম, বানিয়াচং থানার অফিসার ইনচার্জ দেলোয়ার হোসেন, জেলা ইমাম সমিতির সভাপতি মুফতি মাওলানা আতাউর রহমান, বানিয়াচং উপজেলা প্রেসক্লাব সভাপতি এস এম খোকন, ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান খান, আনোয়ার হোসেন, মোঃ এরশাদ আলী, ফরিদ আহমেদ, সাদিকুর রহমান, নাছির উদ্দিন, আওয়ামীলীগ নেতা শাহজাহান মিয়া, শাহনেওয়াজ ফুল, সাবেক ভাইস চেয়ারম্যান প্রিয়তোষ রঞ্জন দেব, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি মাধব দেব, দলীয় নেতৃবৃন্দ ও বিভিন্ন ইউনিয়ন থেকে আগত পূজা উদযাপন পরিষদের সদস্যবৃন্দ। পরে উপজেলার ১২২টি পূজা মন্ডপ নেতৃবৃন্দের নিকট ৫০০ কেজি করে ৬১ মেট্রিক টন চাল তুলে দেয়া হয়।


     এই বিভাগের আরো খবর