,

হবিগঞ্জে সন্ত্রাস ও জঙ্গিবাদ রোধে জনসচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার : জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ রোধ এবং মাদক বিরোধী কর্মকান্ডে যুবকদের ভূমিকা শীর্ষক জনসচেতনতামূলক অনুষ্টানের আয়োজন করেছেন যুব উন্নয়ন অধিদপ্তর হবিগঞ্জ জেলা কার্যালয়। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় যুব উন্নয়ন অধিদপ্তরের হলরুমে এ জনসচেতনতামূলক অনুষ্টানের আয়োজন করা হয়। হবিগঞ্জ যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক একেএম আবদুল্লাহ ভূঞা’র সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন- জেলা প্রশাসক দেবী চন্দ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- অতিরিক্ত পুলিশ (সদর সার্কেল) মোহাম্মদ খলিলুর রহমান, হবিগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক সাজেদুল হাসান, হবিগঞ্জ যুব প্রশিক্ষণ কেন্দ্রর ডেপুটি কো-অর্ডিনেটর মোঃ মাহবুবুল আলম প্রমূখ।
সভায় বক্তরা, মাদক কি, মাদকের কুফল, মাদকাসক্তের কারণ, মাদক নিয়ন্ত্রনে সরকারের উদ্যোগ, মাদক নিয়ন্ত্রনে সরকারের আইন ইত্যাদি বিষয়ে আলোচনা করেন। এছাড়াও জঙ্গিবাদ কি, জঙ্গিবাদের কারণ, জঙ্গিবাদের উত্থান, জঙ্গিবাদের কুফল সম্পর্কে আলোচনা করা হয়। অনুষ্টানে যুব উন্নয়নের বিভিন্ন ট্রেডের প্রশিক্ষণার্থীসহ যুব উদ্যোগতারা উপস্থিত ছিলেন।


     এই বিভাগের আরো খবর