,

বাহুবলে শিমের দাম নিয়ে ৫ গ্রামবাসীর সংঘর্ষ আহত অর্ধশতাধিক :: ৪ জনকে সিলেট প্রেরণ

জুবায়ের আহমেদ, বাহুবল : বাহুবলে সবজি বেচাকেনা নিয়ে ৫ গ্রামবাসীর সংঘর্ষে অর্ধশতাধিক আহত হয়েছে, আহতদের সিলেট, হবিগঞ্জ সদর ও বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে। ঘটনাটি ঘটেছে গতকাল মঙ্গলবার বেলা ৩টার দিকে উপজেলার লামাতাসী ইউনিয়নের নন্দনপুর বাজারে।
জানা যায়, বাহুবল উপজেলার ৪নং সদর ইউনিয়নের চন্দনিয়া গ্রামের আরশ উদ্দিনের ছেলে মোঃ দেলোয়ার হোসেন বেলা আড়াইটার দিকে নিজে ফলানো প্রায় ২২ কেজি শিম সবজি নিয়ে নন্দনপুর বাজারে আসেন। এসময় উপজেলার ৫নং লামাতাসী ইউনিয়নের কাজীহাটা গ্রামের ফিরোজ শাহ্,র ছেলে সবজি ব্যবসায়ী মোঃ জিতু মিয়া শিম সবজি অল্প দামে নিতে দেলোয়ারের সাথে দরকষাকষি শুরু করেন। এ নিয়ে দেলোয়ার হোসেন ও জিতু মিয়ার মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়, একপর্যায়ে তাদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এ ঘটনার জের ধরে চন্দনিয়া ও কাজীহাটা গ্রামের লোকজন দুইজনের পক্ষ নিয়ে দেশীয় অস্ত্র সশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন।
প্রায় ২ ঘন্টাব্যাপী সংঘর্ষে উভয় পক্ষের অন্তত অর্ধশতাধিক আহত হয়। এসময় সংঘর্ষে আহত ইমন মিয়া (১৯) আসলম উদ্দিন (৭৫) দুলাল মিয়া (২৪) দেলোয়ার হোসেন (২৫) আরশ উদ্দিন (৬৫) শাকিল মিয়া (২৭) আলাল উদ্দিন (৭০) সাহেদ মিয়া (৩৫) ফয়সাল মিয়া (১৮) শফিবুল্লাহ (৬০) আবিদ মিয়া (৩০) মকসুদ মিয়া (৪৮) এখলাছ মিয়া (৬০) জাহাঙ্গীর মিয়া (৫০) রজব আলী (৫০) সহ প্রায় অর্ধশতাধিক লোকজনকে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে।
চন্দনিয়া গ্রামের বিশিষ্ট মুরুব্বি সালেহ আহমদ সহ একাধিক লোকজন জানান,সংঘর্ষে গুরুতর আহত চন্দনিয়া গ্রামের মৃত সিদ্দিক আলীর ছেলে মকসুদ মিয়া (৪৮) তার ভাই এখলাছ মিয়া (৬০) মৃত চান মিয়ার ছেলে মোঃ জাহাঙ্গীর মিয়া (৫০) ও মৃত আব্দুস ছমদ মিয়ার ছেলে রজব আলী (৫০)কে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। তাদের অবস্থা আশংকাজনক।
এ ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিক বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ মশিউর রহমানের নেতৃত্বে একদল পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
সংঘর্ষের বিষয়টি নিশ্চিত করে বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ মশিউর রহমান জানান, আমরা খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছি, উভয় পক্ষকে শান্ত থাকার জন্য বলা হয়েছে,বর্তমান পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।


     এই বিভাগের আরো খবর