,

মানবপাচার মামলায় আলোচিত পুতুল কারাগারে :: এলাকায় স্বস্তি

স্টাফ রিপোর্টার : অবশেষে হবিগঞ্জ জেলার আলোচিত পারভীন আক্তার পুতুল (৪০) কে কারাগারে পাঠিয়েছেন আদালত। গতকাল মঙ্গলবার হবিগঞ্জের বিজ্ঞ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ আদালতের বিচারক জেলা ও দায়রা জজ মোঃ জাহিদুল হক তার জামিন না মঞ্জুর করে কারাগারে প্রেরণ করেন। রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন স্পেশাল পিপি আবুল হাশেম মোল্লা মাসুম। আসামি পক্ষে ছিলেন, সিনিয়র আইনজীবি আকবর হোসেন জিতুসহ অনেকেই।
পুতুল শহরতলীর আলমপুর গ্রামের রাজমিস্ত্রী শওকত আলীর স্ত্রী। ২০২২ সালের ২৪ আগষ্ট শহরের ঢাকাইয়া পট্টি এলাকার লন্ডন প্রবাসী সফিক মিয়ার বাসা থেকে পুতুল ও তার ৪ সঙ্গীকে আটক করে ডিবি পুলিশ। এ সময় তার বাসা থেকে কনডমসহ বিভিন্ন ওষুধ জব্দ করা হয়। এ ঘটনায় এসআই অভিজিৎ ভৌমিক বাদি হয়ে মানবপাচার ও নারী শিশু মামলা দায়ের করেন। যার নং-৩/২২।
উক্ত মামলায় পুতুল ও তার সহযোগিরা জামিনে বেরিয়ে এসে আত্মগোপন করে। আদালত তাদের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি করেন। পরে পুলিশের তাড়া খেয়ে মঙ্গলবার দুুরে আত্মসমপর্ণ করে। এদিকে সে কারাগারে যাওয়ায় এলাকায় স্বস্থি ফিরে এসেছে।


     এই বিভাগের আরো খবর