,

শেখ হাসিনার অবদানের মর্যাদা রক্ষার সময় এখন -এমপি আবু জাহির

স্টাফ রিপোর্টার : হবিগঞ্জ জেলাবাসীকে দেওয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহারের মর্যাদা রক্ষার সময় এখন জানিয়ে দলীয় নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানিয়েছেন জেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির এমপি।
১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে গতকাল মাধবপুর উপজেলা আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহবান জানান।
সংসদ সদস্য বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রান্তিক জনগোষ্ঠীর চিকিৎসা সেবা নিশ্চিতে দেশজুড়ে কমিউনিটি ক্লিনিক করেছিলেন। কিন্তু বেগম খালেদা দিয়া এসে সেগুলো বন্ধ করে দেন।’
এখন যাবে আমরা মানুষকে নানা ধরণের ভাতা দিচ্ছি; দুর্বৃত্তর দল ক্ষমতায় সুযোগ পেলে তাও বন্ধ করে দিবে। তাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার গণমুখী নির্দেশনা বাস্তবায়নে দলীয় সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
এছাড়া হবিগঞ্জে মেডিকেল কলেজ, বাল্লা স্থলবন্দর, কৃষি বিশ্ববিদ্যালয় এবং শায়েস্তাগঞ্জকে উপজেলায় বাস্তবায়নসহ আওয়ামী লীগ সরকারের উন্নয়ন কাজের কথা তুলে ধরেন। তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার এসব উপহারের মর্যাদা রক্ষার সময় এসেছে জানিয়ে সকলকে সেই মোতাবেক কাজ করার আহবান জানান।
আলোচনা সভায় সম্মানিত অতিথি ছিলেন হবিগঞ্জ-৪ আসনে আওয়ামী লীগ মনোনিত প্রার্থী এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মোঃ মাহবুব আলী। প্রধান বক্তা ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোঃ আলমগীর চৌধুরী।
বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি অ্যাডভোকেট মনোয়ার আলী, যুগ্ম সাধারণ সম্পাদক জাকির হোসেন চৌধুরী অসীম, সাংগঠনিক সম্পাদক সুলতান মাহমুদ, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি অ্যাডভোকেট ফয়জুল বশির চৌধুরী সুজন, সাধারণ সম্পাদক মোস্তফা কামাল আজাদ রাসেল, জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক বদরুল আলম, স্বেচ্ছাসেবক লীগ নেতা শেখ সেবুল আহমেদ, সাদিকুর রহমান মুকুল।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি কামেশ কর এবং সঞ্চালনায় ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতিকুর রহমান। সাবেক মেয়র শাহ মুসলিমসহ আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
একইদিন এমপি আবু জাহির হবিগঞ্জ পৌর এলাকায় মাছুলিয়া পাঞ্জেগানা মসজিদের উদ্বোধন এবং মরহুম শেখ নিজাম উদ্দিন নানু স্মৃতি স্মরণে ফুটবল টুর্ণামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন।


     এই বিভাগের আরো খবর