,

নবীগঞ্জের সুজাপুর গ্রামে কাঠিয়া বাবাজীর আগমনে ভাগবত সভা

স্টাফ রিপোর্টার : নবীগঞ্জ উপজেলার বাউসা ইউনিয়নের সুজাপুর গ্রামের স্বর্গীয় প্রানেশ চন্দ্র পালের পুত্র বিশিষ্ট ব্যবসায়ী রঞ্জন পালের বাড়ীতে শ্রী শ্রী ১০৮ স্বামী রাসবিহারী দাস কাঠিয়া বাবাজী মহারাজ গত মঙ্গলবার (৫ ডিসেম্বর) শুভাগমন করেন। ৩ দিন ব্যাপী অনুষ্ঠানে নাম ও দীক্ষাদানসহ ভাগবত আলোচনা অনুষ্ঠিত হয়। তিনি গত বুধবার (৬ ডিসেম্বর) সন্ধ্যায় ভাগবত আলোচনা করেন রাসবিহারী কাঠিয়া বাবাজী মহারাজ। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলা পরিষদের সদ্য সাবেক চেয়ারম্যান হবিগঞ্জ-১ নবীগঞ্জ-বাহুবল আসনের আওয়ামীলীগের মনোনীত প্রার্থী ডাঃ মুশফিক হুসেন চৌধুরী। নবীগঞ্জ উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি নারায়ন রায়, সাধারণ সম্পাদক ও নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি উত্তম কুমার পাল হিমেল, পারমার্থিক পাঠক সংঘের সভাপতি অজিত কুমার দাশ, সাবেক ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ হারুন মিয়া, নবীগঞ্জ উপজেলা লোকনাথ সেবা সংঘের সাবেক সভাপতি নিতেশ রায়, সজল দেব প্রমূখ। কাঠিয়া মহারাজের শিষ্য দিজেন্দ্র পাল, সুবিনয় কর, রঙ্গ লাল রায়, বিধান ধর, সাধন চন্দ্র দাশ, চারু দেবসহ এতে গ্রামের ও অন্যান্য স্থানের প্রচুর ভক্তবৃন্দের সমাগম ঘটে। অনুষ্ঠানে প্রচুর ভক্তবৃন্দ সৎ নামে দীক্ষিত হয়েছেন।


     এই বিভাগের আরো খবর