,

আজমিরীগঞ্জে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন

রামকৃষ্ণ তালুকদার, আজমিরীগঞ্জ : প্রতিবারের মতো এবারও আজমিরীগঞ্জে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে। (১৬ ডিসেম্বর) শনিবার ভোরে একত্রিশবার তোপধ্বনির মাধ্যমে মহান বিজয় দিবসের শুভ সূচনা হয়। সূর্যোদয়ের সাথে সকল সরকারি/বেসরকারি/শ্বায়ত্তশাসিত/আধা-সরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলনের পর সকাল ৮টা থেকে কেন্দ্রীয় শহিদ মিনারে ও জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ শুরু হয়।
এসময় শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা প্রশাসন, থানা পুলিশ, প্রশাসনিক সকল দপ্তর, মুক্তিযোদ্ধা সংগঠন, সামাজিক ও ব্যবসায়ীক সংগঠন, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক সংগঠন এবং বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষক শিক্ষার্থীসহ সর্বস্তরের জনগণ।
সকাল ৯টা থেকে উপজেলা মাঠে প্রশাসনিক বিভিন্ন দপ্তর এবং মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের কুচকাওয়াজ শুরু হয়। পর্যায়ক্রমে ডিসপ্লে, মুক্তিযুদ্ধের কৌতুক, নাটক ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে ৫৩ তম মহান বিজয় দিবস উদযাপিত হয়।


     এই বিভাগের আরো খবর