,

শায়েস্তাগঞ্জ রেল গেইটে বধ্যভূমির পাশে মাদক বিক্রি :: পরিবেশ নষ্ট

স্টাফ রিপোর্টার : শায়েস্তাগঞ্জ দাউদনগর রেল গেইট এলাকায় মুচি বাড়িতে দিনের বেলা চলে জুতা সেলাই, সন্ধ্যার পর মাদক ব্যবসা। অভিযোগ রয়েছে, আইন শৃংখলা বাহিনীর কতিপয় কর্মকর্তাকে ম্যানেজ করে তারা এসব করছে।
জানা যায়, ওই এলাকার মৃত রামচরণ রবি দাসের পুত্র সুরেশ রবি দাস রেষ্ট হাউজের সামনে সকাল ৯টা থেকে বিকাল ৩টা পর্যন্ত নামমাত্র জুতা সেলাই করে। সন্ধ্যার পর থেকেই তার শুরু হয় মাদক ব্যবসা। বিভিন্ন স্থান থেকে উঠতি বয়সীরা এসে এখানে জড়ো হয়।
স্থানীয়রা জানান, সন্ধ্যার পর থেকেই দেশী মদ, গাঁজা, ইয়াবাসহ বিভিন্ন মাদক বিক্রি করা হচ্ছে। এর নেপথ্যে রয়েছে নিজগাঁও এলাকার আব্দাল মিয়া নামে আরেক মাদক ব্যবসায়ী। সুরেশের কাছ থেকে মাদক এনে রেল স্টেশনসহ আশপাশের এলাকায় বিক্রি করে যুবসমাজ ধ্বংস করে দিচ্ছে। ফলে প্রতিনিয়তই চুরি, ছিনতাইসহ অপরাধ বৃদ্ধি পাচ্ছে। পাশাপাশি পাশে থাকা শহীদদের জন্য নির্মিত বধ্যভুমির পরিবেশ নষ্ট হচ্ছে। এ বিষয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন এলাকাবাসী।


     এই বিভাগের আরো খবর