,

প্রতীক পেয়ে নির্বাচনের মাঠে জমজমাট প্রচারে ব্যস্ত প্রার্থীরা

জাবেদ তালুকদার : প্রতীক পেয়েই নির্বাচনের মাঠে জমজমাট প্রচারে ব্যস্ত হয়ে উঠেছেন হবিগঞ্জের-৪টি আসনের প্রার্থীরা। দলীয় ও স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতীক পেয়ে প্রচারে নেমেছেন হবিগঞ্জ-১ আসনের স্বতন্ত্র প্রার্থী সংরক্ষিত আসনের সাবেক সাংসদ আমাতুল কিবরিয়া চৌধুরী কেয়া, লাঙ্গল প্রতীকের প্রার্থী সাবেক সাংসদ এম.এ মুনিম চৌধুরী বাবু, হবিগঞ্জ-২ আসনে নৌকার প্রার্থী ময়েজ উদ্দিন শরীফ রুয়েল, হবিগঞ্জ-৩ আসনে নৌকার প্রার্থী ও বারবার নির্বাচিত সংসদ সদস্য এড. আবু জাহির এবং হবিগঞ্জ-৪ আসনে ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার সুমন।
সূত্র জানায়, স্থানীয় পর্যায়ে এ ৫ প্রার্থী ছাড়া অন্যদের দৃশ্যমান প্রচারনা নেই। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়নে বড় ধরনের পরিবর্তন এনেছে আওয়ামী লীগ। কৌশলেও এসেছে নতুনত্ব। এবার প্রতিটি আসনে নৌকার প্রার্থীর পাশাপাশি বিকল্প প্রার্থী রাখা হয়েছে। তারা নির্বাচন করবেন স্বতন্ত্র হিসেবে।
নবীগঞ্জ ও বাহুবল উপজেলা নিয়ে গঠিত হবিগঞ্জ-১ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঈগল প্রতীক নিয়ে নির্বাচনী মাঠে রয়েছেন সংরক্ষিত আসনের সাবেক সাংসদ আমাতুল কিবরিয়া চৌধুরী কেয়া অন্যদিকে এ আসনের সাবেক সাংসদ মুনিম চৌধুরী বাবু রয়েছেন দলীয় লাঙ্গল প্রতীক নিয়ে।
বানিয়াচং ও আজমিরীগঞ্জ উপজেলা নিয়ে গঠিত হবিগঞ্জ-২ আসনে নবীন-প্রবীণের প্রচারযুদ্ধে নির্বাচনী হাওয়া বইছে। দলীয় প্রতীক নৌকা নিয়ে নির্বাচনে রয়েছেন জেলা আওয়ামী লীগের আইনবিষয়ক সম্পাদক ময়েজ উদ্দিন শরীফ রুয়েল। অন্যদিকে এ আসনের তিনবারের সংসদ সদস্য জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান এমপি আবদুল মজিদ খান দলীয় টিকিট না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন ঈগল প্রতীকে।
হবিগঞ্জ সদর, শায়েস্তাগঞ্জ ও লাখাই উপজেলা নিয়ে গঠিত হবিগঞ্জ-৩ আসনে নৌকা প্রতীকের প্রার্থী বারবার নির্বাচিত সংসদ সদস্য এড. আবু জাহিরের পক্ষে গণজোয়ার উঠেছে।
এদিকে প্রচারে মাঠ গরম করছেন মাধবপুর-চুনারুঘাট আসনের স্বতন্ত্র প্রার্থী সায়েদুল হক সুমন। তরুণ প্রজন্মের মাঝে ব্যাপক জনপ্রিয় হয়ে ওঠা সায়েদুল হক সুমন ঈগল পাখি প্রতীক নিয়ে নির্বাচনী প্রচার জমিয়ে তুলেছেন।


     এই বিভাগের আরো খবর