,

আউশকান্দি ইউনিয়নে বিট পুলিশিং ও মতবিনিময় সভা

নিজস্ব প্রতিনিধি : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নবীগঞ্জ উপজেলার জন বহুল এলাকা ঢাকা- সিলেট মহা সড়কের আউশকান্দি রশিদিয়া পাবলিক উচ্চ বিদ্যালয় ও কলেজ ক্যাম্পাসে গতকাল বুধবার (২৭ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টায় ইউপি বিট পুলিশিং ও মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মাসুক আলীর সভাপতিত্বে ও নবীগঞ্জ থানার এস আই জাহাঙ্গীর আলমের পরিচালনায় উক্ত মত বিনিময় সভার শুরুতেই পবিত্র কোরআন তেলাওয়াত করেন, রহমত আলী জালালী ও গীতাপাঠ করে, অষ্টম শ্রেণির ছাত্রী। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, পুলিশ সুপার (অ্যাডমিন অ্যান্ড ফিন্যান্স) রেঞ্জ ডি আই জি’র কার্যালয় সিলেটের মোঃ জেদান আল মুসা। এতে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, হবিগঞ্জ- বাহুবল সার্কেলের সহকারী পুলিশ সুপার আবুল খায়ের, নবীগঞ্জ থানার ওসি (অপারেশন) দিলীপ কান্ত নাথ, আউশকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: দিলাওর হোসেন, আউশকান্দি রশিদিয়া পাবলিক উচ্চ বিদ্যালয় ও কলেজের প্রধান শিক্ষক লুৎফর রহমান।
আরও বক্তব্য রাখেন, শিক্ষানুরাগী ও বিশিষ্ট ব্যবসায়ী হাজী সুহুল আমিন, উক্ত কলেজের ইংরেজী প্রভাষক ফাতেমা মোতালেব তালুকদার, সাংবাদিক এম এ আহমদ আজাদ, এম মুজিবুর রহমান, আউশকান্দি হীরাগঞ্জ বাজার ব্যবসায়ি সমিতির সভাপতি নুরুল হক, আউশকান্দি সিএনজি অটোরিকশা শ্রমিক সমিতির সভাপতি দিলশাদ মিয়া, আউশকান্দি ইয়াকুবিয়া হাফিজিয়া দাখিল মাদ্রাসার শিক্ষক, ইউপি সদস্য সহ আরো অনেকেই।
এসময় উপস্থিত ছিলেন, নবীগঞ্জের সিনিয়র সাংবাদিক মোঃ ছাদিকুল ইসলাম, বুলবুল আহমেদ, বদরুল ইসলাম, ইউপি সদস্য সিজিল ইসলাম সেজলু, সাইদুর রহমান, মো: সাহেল মিয়া প্রমূখ।


     এই বিভাগের আরো খবর