,

নির্বাচনকে প্রত্যাখ্যান করায় ধন্যবাদ জানিয়ে বিক্ষোভ

প্রেস বিজ্ঞপ্তি : জনগণ কর্তৃক প্রত্যাখ্যাত নির্বাচনের ফলাফল বাতিল করে নির্দলীয়, নিরপেক্ষ তদারকি সরকারের অধীনে নির্বাচনের দাবিতে কেন্দ্র ঘোষিত বাম গণতান্ত্রিক জোটের দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচীর অংশ হিসাবে গতকাল ৯ জানুয়ারি মঙ্গলবার বিকাল ৪টায় স্থানীয় খোয়াইব্রীজ এলাকায় বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা বামজোটের শীর্ষনেতা সিপিবি জেলা সভাপতি কমরেড হাবিবুর রহমানের সভাপতিত্বে ও বাসদ মার্কসবাদী সংগঠক শফিকুল ইসলামের পরিচালনায় বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন- জেলা কমিউনিস্ট পার্টি (সিপিবি) সাধারণ সম্পাদক কমরেড পীযুষ চক্রবর্তী, জেলা বাসদ সমন্বয়ক এডভোকেট জুনায়েদ আহমেদ, জেলা বাসদ নেতা নূরুল হুদা চৌধুরী শিবলী, সিপিবি নেতা রনজন কুমার রায় প্রমুখ। জেলা নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন- জেলা বারের সিনিয়র আইনজীবী এড. রনধীর দাশ, বাসদ নেতা ফয়সল আহমেদ, সিপিবি সহ-সাধারণ সম্পাদক আজমান আহমেদ, সাবেক ছাত্রফ্রন্ট নেতা সিদ্দিকী হারুন, কাজল চক্রবর্তীসহ অন্যান্য নেতৃবৃন্দ। সভায় বক্তাগণ বলেন- ৭ জানুয়ারি একতরফা, ভাগাভাগির, প্রহসনের নির্বাচন বর্জন করায় হবিগঞ্জের সম্মানিত ভোটারগণ জনসাধারণকে ধন্যবাদ জানান এবং এই নির্বাচনের ফলাফল বাতিল করে নির্দলীয়, নিরপেক্ষ, তদারকি সরকারের অধীনে নির্বাচনের দাবি করা হয়, নতুবা এদেশের মানুষকে আওয়ামীলীগ সরকার এক চরম দুর্গতির মধ্যে ফেলবে। রাজপথের ক্রীয়াশীল রাজনৈতক দলকে বাহিরে রেখে উচীষ্টভোগী কিছু দল এবং ব্যক্তিকে ডামি বানিয়ে ক্ষমতায় যাওয়ার খায়েশ জনগণ মেনে নেয়নি, মেনে নেবে না। সকল পেশার জনসাধারণদেরকে ঐক্যবদ্ধ হয়ে এই স্বৈরাচারী আওয়ামীলীগ সরকারকে লড়াই সংগ্রামের মাধ্যমে ক্ষমতাচ্যুত করতে হবে এবং দেশের মানুষের অধিকার, ভাতের অধিকার প্রতিষ্ঠা করতে হবে।


     এই বিভাগের আরো খবর