,

যৌতুক লোভী স্বামীর বিরুদ্ধে মামলা করে বিপাকে সাহেলা

নিজস্ব প্রতিনিধি : নবীগঞ্জের কুর্শি ইউনিয়নের কুর্শি গ্রামের সুহেলা বেগম এক বহুরুপি অত্মাচারী যৌতুক লোভী স্বামীর বিরুদ্ধে মামলা করে বিপাকে পড়েছেন।
জানা যায়, গত ২০২১ সালের ১৫ই জুলাই ২ লক্ষ টাকার দেনমোহর সাবস্থে এফিডেভিটমূলে একই গ্রামের মাহমুদ মিয়ার পুত্র মোঃ রাফু মিয়া (৩০) এর সাথে সামছুর মিয়ার কন্যা সুহেলা বেগম বিবাহ বন্ধনে আবদ্ব হয়। বিয়ের কিছু দিন যেতে না যেতেই শুরু হয় বিদেশ যাওয়ার জন্য যৌতুকের চাপ। এক পর্যায়ে মেয়ের সুখ শান্তির কথা চিন্তা করে সুহেলার বাবা দারদেনা করে ৩ লক্ষ টাকা প্রদান করেন। এই টাকা নিয়ে সুহেলার স্বামী বিদেশ চলে যায়। প্রবাসে কিছু দিন থাকার পর টাকা পয়সা নষ্ট করে দেশে আসিয়া পূণঃরায় বিদেশ যাওয়ার জন্য আরো ৩ লক্ষ টাকার জন্য সুহেলাকে চাপ দেয়। এতে সে অপরাগতা প্রকাশ করলে শুরু হয় তার উপর নানান নির্যাতন। এক পর্যায়ে সুহেলা তার পিত্রালয়ে চলে আসে। পরে কোন উপায় না পেয়ে হবিগঞ্জ আদালতে মামলা দায়ের করে সুহেলা। এ মামলা দায়েরের খবর শুনে আক্রোশ্বান্বিত হইয়া ওঠে। সুহেলা ও তার সন্তানদের প্রাণনাশের হুমকি দিয়ে আসছে। তাদের সন্ত্রাস বাহিনী ধারা সুহেলাকে আক্রোমন করলে তার সু-চিৎকারে আশপাশের লোকজন আসলে অল্পের জন্য আমি প্রাণে রক্ষা পান তিনি।। এ ঘটনায় সুহেলা ও তার পরিবারের জীবন রক্ষার্থে নিরাপত্তা চেয়ে হবিগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট কগ-৫ আদালতে চলতি মাসের ১১ তারিখ যৌতুক বিরোধী আইনের ৩ ধারায় একটি মামলা দায়ের করেন তিনি।। এ মামলা খবর শুনে আবারো প্রাণনাশের হুমকি দেয়। তাই জীবনের নিরাপত্তার জন্য গত ১৪ জানুয়ারী হবিগঞ্জ ফৌঃ কাঃ বিঃ ১০৭/১১৪/১১৭ (সি) ধারায় নির্বাহী ম্যাজিষ্ট্রেট (২) আদালতে আরেকটি মামলা দায়ের রেন তিনি।


     এই বিভাগের আরো খবর