,

পেঁয়াজ ও চালের বাজার স্থিতিশীল রাখতে জেলা প্রশাসকের আহ্বান

ব্যবসায়ী নেতৃবৃন্দের সাথে মতবিনিময়

স্টাফ রিপোর্টার : হবিগঞ্জ জেলায় পেঁয়াজ ও চালের বাজার স্থিতিশীল রাখতে ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানয়েছেন জেলা প্রশাসক জিলুফা সুলতানা। গত মঙ্গলবার (৩০ জানুয়ারী) দুপুরে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে পেঁয়াজ ও চালের বাজার স্থিতিশীল রাখতে ব্যবসায়ীদের সাথে মতবিনিময় সভায় তিনি এ আহ্বান জানান। এ সময় জেলা প্রশাসক বলেন, ‘রমজানকে সামনে রেখে বাজারে পেঁয়াজ ও চালের বাজার যাতে অস্থিতিশীল না হয়ে উঠে সেদিকে নজর রাখতে হবে। বাজার নিয়ন্ত্রনে সকল ব্যবসায়ীদের সহযোগিতা করতে হবে। হবিগঞ্জ আমার একটি পরিবার। এই পরিবারকে ভাল রাখতে সকলে মিলে কাজ করতে হবে। এতে ব্যবসায়ীদের সহযোগিতা সবচেয়ে বেশি প্রয়োজন’। এ সময় ব্যবসায়ীরা পেঁয়াজ-চাল ও নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রন রাখার আশ^াস প্রদান করেন। পরে প্রশাসক বাজার আঙিনা ও দোকান পাট পরিস্কার-পরিচ্ছন্নতা রাখতে সকল ব্যবসায়ীদের প্রতি আহবান জানান।
জেলা প্রশাসক জিলুফা সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অতিরিক্ত জেলা প্রশাসক প্রিয়াংকা পাল, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আবুল মনসুর, ধান-চাল মেইল মালিক সমিতির সভাপতি শংকর পাল, হবিগঞ্জ মার্চেন্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মফিজুর রহমান বাচ্চু, ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি শামছুল হুদাসহ পেঁয়াজ, ধান-চাল ব্যবসায়ী নেতৃবৃন্দ ও কৃষি উদ্যোক্তারা উপস্থিত ছিলেন।


     এই বিভাগের আরো খবর