,

কমলাপুর গ্রামে স্কুলের ভূমি দখল ও গাছের ডাল কর্তনের অভিযোগ

স্টাফ রিপোর্টার : নবীগঞ্জ উপজেলার ৭নং করগাঁও ইউনিয়নের কমলাপুর গ্রামে কমলাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভূমি দখল ও গাছের ডাল কর্তনের অভিযোগ উঠেছে। জানা যায়- উপজেলার কমলাপুর গ্রামের কমলাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভুমি দখল ও গাছের ডাল কর্তন এবং স্কুলের জায়গায় অবস্থিত রিং এর মাধ্যমে পাকা করা একটি ল্যাট্রিন ভেঙ্গে পুকুরে পড়ে যাওয়ার কারণে স্কুলের শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষক/শিক্ষিকাবৃন্দ মারাত্মক সমস্যার সম্মুখিন হচ্ছেন। এলাকাবাসী সূত্রে জানা যায়- কমলাপুর গ্রামের অক্ষুর দাশের পুকুরে ল্যাট্রিনটি ভেঙ্গে পুকুরে পড়েছে। এছাড়াও কৃপেশ দাশ, গিতেশ দাশ ও জীতেন্দ্র দাশ গং কমলাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভূমিতে থাকা কয়েকটি মূল্যেবান গাছের ডাল-পালা কর্তন করে জোরপূর্বক নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। কমলাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভূমি নির্ধারণ করার জন্য গত ১ জানুয়ারী ২০২৪ইং নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভুমি) বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেন অত্র স্কুল ম্যানেজিং কমিটির সহ সভাপতি সল্টু দাশ। তিনি অভিযোগে উল্লেখ করেন যে বিদ্যালয়ের ভূমি নির্ধারণ করার জন্য কয়েকবার বৈঠক বসলেও গ্রামের অনেক লোকের অনেক মত থাকায় লোকজনের সহিত নানান বিরোধ সৃষ্টি হচ্ছে। তাই স্কুলের জায়গা নির্ধারনের জন্য তিনি একটি লিখিত অভিযোগ দায়ের করেন। স্কুলের জায়গা নিধারণ না হলে এলাকায় যে কোন সময় সংঘষের আশংখা রয়েছে বলেও জানাগেছে।


     এই বিভাগের আরো খবর