,

প্রবাস জীবনের প্রায় ২০ বছর অসহায়দের পাশে দিলু তালুকদার

স্টাফ রিপোর্টার : আব্দুল হক তালুকদার ফাউন্ডেশন এর চেয়ারম্যান নবীগঞ্জ উপজেলার ৮নং সদর ইউনিয়নের পশ্চিম তিমিরপুর গ্রামের মোঃ দিলু মিয়া তালুকদার প্রায় ২০ বছর যাবত দেশের উন্নয়নে বিভিন্ন দুর্যোগে নিজের সামর্থ্য অনুযায়ী গরিব দুখী অসহায়দের মাঝে সাহয্যের হাত বাড়িয়ে দেন।
স্থানীয় খেটে খাওয়া মানুষের কাছ থেকে জানা যায়, বিভিন্ন সময় অসহায় মানুষের পাশে সাহয্যের হাত বাড়িয়ে দেন মোঃ দিলু মিয়া তালুকদার। বিশ্ব করোনা ভাইরাসে দেশের মানুষের পাশে খাদ্য অভাব পূরণে ও অক্সিজেন সেবা আব্দুল হক তালুকদার অবদান অতুলনীয়। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান উন্নয়নে গরিব ছাত্র ছাত্রীদের পাশে দিলু মিয়া তালুকদার সর্বতর অবস্থান লক্ষ্য করা যায়। তাছাড়া অসহায় মেয়েদের বিবাহের জন্য, বিভিন্ন প্রতিবন্ধীদের জন্য হুইল চেয়ার, বিভিন্ন রোগে আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য, কোমলমতি শিশুদের জন্য ফুটবল জার্সি প্রদান ও আর্থিক অনুদান দিয়ে থাকেন। আপনি প্রবাসে থাকেন আপনার জীবন মান অনেক উন্নত দেশের সংকট আপনার ভূমিকার বিষয়বস্তু কি প্রতিনিধি প্রশ্নে মোঃ দিলু মিয়া তালুকদার বলেন, এই দেশ আমাদের সবার, আমি আমার মায়ে ভাষায় কথা বলি। জন্মভূমির জন্য মায়ে জন্য সর্বতর ভালবাসা বিরাজমান। আমি প্রবাস জীবনের ২০ বছর যাবত দেশের বিভিন্ন প্রতিষ্ঠান, শিক্ষা, বাসস্থান চিকিৎসা ইত্যাদি আমার কাছে যে সুযোগ আছে সবাইকে আমার সামর্থ্য অনুযায়ী সাহায্য করার চেষ্টা করি। আমার জীবনে পাওয়ার কিছু নেই আল্লাহর কাছে ওইটাই চাই বেঁচে থাকা অব্দি যাতে মানুষের সেবা করে যেতে পারি।


     এই বিভাগের আরো খবর