,

‘নবীগঞ্জের তাহিরপুর পুরাতন জামে মসজিদ নির্মাণ কাজ বৈধ কমিটির মাধ্যমে করার দাবী’ সংবাদের প্রতিবাদ ও ব্যাখ্যা

গত ৩১ জানুয়ারী ২০২৪ইং দৈনিক হবিগঞ্জের জনতার এক্সপ্রেস পত্রিকার ১ম পৃষ্টায় নবীগঞ্জের তাহিরপুর পুরাতন জামে মসজিদ নির্মাণ কাজ বৈধ কমিটির মাধ্যমে করার দাবী শিরোনামে সংবাদটি আমাদের দৃষ্টি গোছর হয়েছে। সংবাদটি সম্পুর্ন মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন, মনগড়া ও কাল্পনিক বটে। প্রকৃত ঘটনা হচ্ছে- আমরা তাহিরপুর জামে মসজিদ কমিটির নেতৃবৃন্দ। আমাদের দীর্ঘদিনের পুরাতন মসজিদটি জরাজীর্ণ অবস্থায় রয়েছে। বৃষ্টির দিনে মসজিদে নামাজ পড়া সম্ভব হয় না। তাই আমরা এলাকাবাসী মিলে পুরাতন মসজিদটি নতুন করে নির্মাণের জন্য গত ১৫ ডিসেম্বর ২০২৩ইং তারিখ এলাকাবাসীসহ কমিটির নেতৃবৃন্দ মোঃ আব্দুল আহাদ চৌধুরীর বাড়ীতে এক বৈঠকের আয়োজন করি। উক্ত বৈঠকে পুরাতন মসজিদটি ভেঙ্গে নতুন করে নিমার্ণ করার সর্বসম্মতি সিদ্ধান্ত গ্রহন করা হয়। ওই বৈঠকের আলোকে ১৭ ডিসেম্বর ২০২৩ইং পুরাতন মসজিদটির মালামাল অন্যত্র বিক্রি করে যে পরিমান টাকা পাওয়া যায় ওই টাকা মসজিদের ফান্ডে জমা করার সিদ্ধান্ত গ্রহন করা হয়। ওই সিদ্ধান্ত মোতাবেক আমরা কমিটির নেতৃবৃন্দ ও এলাকাবাসী মসজিদের কাজ নতুন করে শুরু করি। কিন্তু দেখা যায় কিছুদিন পর সাদুল্লাপুর গ্রামের জৈনিক মতিউর রহমান নামে এক ব্যক্তি মসজিদটি বৈধ কমিটির মাধ্যমে নিমার্ণ করার দাবী জানিয়ে নবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার বরাবরে একটি লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগ দিয়ে পত্রিকায় সংবাদটি প্রকাশ করা হয়েছে। ওই অভিযোগ ও সংবাদের কোন ভিত্তি নেই। মতিউর রহমান এলাকার একজন খারাপ প্রকৃতির লোক। সে আমাদের এলাকার বা মহল্লার বাসিন্দা নয়। তার সর্ম্পকে এলাকার লোকজন অবগত রয়েছেন। সংগত কারণে আমরা ওই মিথ্যা সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

প্রতিবাদকারী
তাহিরপুর (পুরাতন) মসজিদ কমিটির পক্ষে
আব্দুল আহাদ চৌধুরী, ইকবাল আহমদ চৌধুরী,
মোজাম্মেল হক চৌধুরী, বাবুল আহমদ চৌধুরী,
আজির উদ্দিন চৌধুরী, কামরুল আহমদ চৌধুরী,
জামাল উদ্দিন চৌধুরী, তালেব আলী গং
সর্বসাং তাহিরপুর, নবীগঞ্জ, হবিগঞ্জ।


     এই বিভাগের আরো খবর