,

শায়েস্তানগরে ফুটপাত থেকে চাঁদা উত্তোলন নিয়ে ধাওয়া পাল্টা ধাওয়া

স্টাফ রিপোর্টার : শহরের শায়েস্তানগরে ফুটপাতের দোকান থেকে চাঁদা উত্তোলন নিয়ে দুই পক্ষের মাঝে ধাওয়া পাল্টা ধাওয়া ও হাতাহাতির ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের ৫ জন আহত হয়। এ সময় ওই সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। ব্যবসায়ীরা আতংকে দিকবিদিক ছুটাছুটি করেন। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
জানা যায়, দীর্ঘদিন ধরে শায়েস্তানগর পইল ও কবরস্থান সড়কে সরকারি জায়গায় ফুটপাতের দোকান বসানো হয়। আর এদের কাছ থেকে কতিপয় ব্যক্তি প্রতিদিন জনপ্রতি ১শ থেকে শুরু করে ৫শ টাকা করে আদায় করছে। বিষয়টি পৌরসভার নজরে এলে পৌরসভা অভিযান চালিয়ে দুই পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদ করে। কিন্তু ওই চক্রটি আবারও রাস্তার দুইপাশে ভ্রাম্যমান দোকান বসিয়ে তাদের কাছ থেকে চাঁদা আদায় করে। গতকাল ওই সময় আব্দুল্লাহ ও রোকন মিয়া নামে দুই ব্যক্তি চাঁদা তুলতে যায়। এক পর্যায়ে দুই পক্ষের বাকবিতন্ডা হয়। এর কিছুক্ষণ পর দুই পক্ষের লোকজন ধাওয়া পাল্টা ধাওয়ায় জড়ায়। খবর পেয়ে থানার অফিসার ইনচার্জ অজয় চন্দ্র দেবের নির্দেশে এসআই ওমর ফারুক ও কৃষ্ণ ধন, সনক কান্তি দাশসহ একদল পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতরা হাসপাতালে চিকিৎসা নিয়েছে। এ বিষয় নিয়ে উত্তেজনা চলছে। যে কোন সময় ভয়ানক সংঘর্ষের আশংকা করা হচ্ছে।


     এই বিভাগের আরো খবর