,

বানিয়াচংয়ে এখনও উদ্ধার হয়নি কলেজ ছাত্রী : প্রতিবাদ সভা

স্টাফ রিপোর্টার : বানিয়াচং উপজেলার পুকড়া ইউনিয়নের কৃষ্ণনগর নোয়াগাঁও গ্রামে ফারজানা আক্তার নামের কলেজ ছাত্রী অপহরণের ২০ দিন পরও উদ্ধারতো দুরের কথা কোনো আসামিও আটক হয়নি। এ বিষয়ে গত রবিবার নোয়াগাঁও গ্রামবাসির উদ্যোগে সভা অনুষ্ঠিত হয়। সভায় ভুক্তভোগী কলেজ ছাত্রী উদ্ধারসহ অভিযুক্তদের আইনের আওতায় আনার জন্য দাবি জানানো হয়। এ সময় উপস্থিত ছিলেন, পুর্ব পুকড়া গ্রামের বিশিষ্ট মুরুব্বি ফজল মিয়া চৌধুরীসহ শতাধিক গ্রামবাসী।
অভিযোগে জানা যায়, গত ৭ ফেব্রুয়ারী রাত সাড়ে ১১টায় ওই গ্রামের শাহ আলম মিয়ার কন্যা কলেজ ছাত্রী ফারজানা অপহরণ হয়। তাকে উদ্ধারের জন্য পিতা শাহ আলম বাদি হয়ে বানিয়াচং থানায় ৫ জনকে আসামি করে মামলা দায়ের করেন। অভিযুক্তরা কৃষ্ণনগর নোয়াগাঁও গ্রামের সাবাজ মিয়ার পুত্র আলী রাজ, আলমগীর, আমীর উদ্দিনের পুত্র আলী আহম্মেদ, সালেহ আহমেদ, দুদু মিয়ার পুত্র সিরাজ আলী। কিন্তু মামলার ২০ দিন পার হলেও তাকে উদ্ধার করা হয়নি।


     এই বিভাগের আরো খবর