,

শায়েস্তাগঞ্জের নুরপুরে ইউরোপ পাঠানোর নামে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে এক প্রতারক

স্টাফ রিপোর্টার : শায়েস্তাগঞ্জ উপজেলার নুরপুর ইউনিয়নের চাঁনপুর গ্রামে জুয়েল আহমেদ নামে এক ব্যক্তি ইউরোপে লোক পাঠানোর নামে প্রতারণার মাধ্যমে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছে। তার প্রতারণার শিকার হয়ে অনেকেই বাড়ি, ঘর, গরু, বাছুর বিক্রি করে নিঃস্ব হয়েছেন। প্রতারণার টাকা দিয়ে তিনি আজ অঢেল সম্পত্তির মালিক।
জানা যায়, ওই গ্রামের চাঁন মিয়ার পুত্র জুয়েল আহমেদ ইউরোপের ইতালি, পর্তুগাল, হাঙ্গেরী, রোমানিয়াসহ বিভিন্ন দেশে লোক পাঠানোর নামে প্রতারণা করে মানুষকে নিঃস্ব করে দিয়েছে। তার প্রতারণার শিকার হলেন, কতুব উদ্দিন, জান্নাত রেজা, সালেহ মিয়া, রনি খানসহ অনেকে। তাদের কাছ থেকে এসব দেশে পাঠানোর কথা বলে জুয়েল লাখ লাখ টাকা হাতিয়ে নিয়ে লাপাত্তা হয়ে যায়। এরপর থেকে সে মোবাইল ফোন বন্ধ করে রাখে। কিছুদিন পর বাড়িতে এসে পুনরায় এমনভাবে প্রতারণা শুরু করে। তার প্রতারণার প্রতিকার চেয়ে ভুক্তভোগীরা বিভিন্ন দপ্তরে অভিযোগ করেন। এ বিষয়ে জুয়েলের সাথে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, টাকা নিয়েছি, কাজ যেহেতু হয়নি ফেরত দিয়ে দেব।


     এই বিভাগের আরো খবর