,

নবীগঞ্জে সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে সমাবেশ :: প্রতিরোধ কমিটি গঠন

স্টাফ রিপোর্টার : নবীগঞ্জে শহরে বিপুনী বিতান রাজা কমপ্লেক্সে,তাহসিন প্লাজাসহ বিভিন্ন ব্যাংক ও ব্যবাসা প্রতিষ্ঠানে হামলা ও ভাংচুরের প্রতিবাদে সমাবেশ ও ৪১ সদস্য বিশিষ্ট উপজেলা সন্ত্রাস প্রতিরোধ কমিটি গঠিত হয়েছে।
গতকাল বুধবার সকালে নবীগঞ্জ উপজেলার কুর্শি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সমিতির সাধারণ সম্পাদক সৈয়দ খালেদুর রহমান এর আমন্ত্রনে নবীগঞ্জ উপজেলার সকল ইউনিয়ন চেয়ারম্যান ও সুশীল সমাজের নেতৃবৃন্দের সাথে একমতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত সভায় নবীগঞ্জ শহরে মারামারি প্রতিরোধে সন্ত্রাস প্রতিরোধ কমিটি গঠন করা হয়। সভায় সভাপতিত্ব করেন নবীগঞ্জ-বাহুবল এলাকার সাবেক সংসদ সদস্য এম.এ মুনিম চৌধুরী বাবু। সিনিয়র সাংবাদিক ও মানবজমিন পত্রিকার স্টাফ রিপোর্টার এম.এ বাছিত ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামাল হাসান চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠিত সভায় সভায় বক্তব্য রাখেন, নবীগঞ্জ-বাহুবল এলাকার সাবেক সংসদ সদস্য শেখ সুজাত মিয়া, নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুল হক চৌধুরী সেলিম, নবীগঞ্জ পৌরসভা মেয়র আলহাজ্ব ছাবির আহমদ চৌধুরী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এড. গতি গবিন্দ দাশ, কেন্দ্রীয় আওয়ামী যুবলীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক আব্দুল মুকিত চৌধুরী, নবীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি গিয়াস উদ্দিন আহমেদ, উপজেলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সমিতির সভাপতি মোঃ ইমদাদুর রহমান মুকুল, ইউপি চেয়ারম্যান মোঃ ইজাজুর রহমান, সাবেক চেয়ারম্যান আ.ক.ম ফখরুল ইসলাম কালাম, ইউ/পি চেয়ারম্যান মোঃ ছালিক মিয়া, নির্মলেন্দু দাশ রানা, শাহরিয়ার নাদির সুমন, ইমদাদুল হক চৌধুরী, শেখ ছাদিকুর রহমান শিশু, হাবিবুর রহমান হাবিব, আক্তার হোসেন চৌধুরী ছুবা, রংঙ্গ লাল দাশ, নবীগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক মুজিবুর রহমান শেফু, নবীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, জাতীয় পাটির কেন্দ্রীয় নেতা, ডাঃ শাহ আবুল খায়ের, নবীগঞ্জ প্রেসক্লাব সভাপতি এম.এ আহমদ আজাদ, সাবেক চেয়ারম্যান বজলুর রশিদ, শেখ শফিকুজ্জামান শিপন, জাপা নেতা মুরাদ আহমদ, মির্জা আলী আজম খাদিম, কাজী ওবায়দুল কাদের হেলাল, কৃষক লীগের সভাপতি আব্দুল মুকিত, মাস্টার সোহেল আহমেদ, সাবেক চেয়ারম্যান আবু সিদ্দিক, পৌর আওয়ামীলীগের সভাপতি মুজাহিদ আহমদ, সাবেক চেয়ারম্যান মাসুদ আহমেদ জিহাদী, এড. আবুল কালাম সভায় স্বাগত বক্তব্য রাখেন কুর্শি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ খালেদুর রহমান।
সভায় নবীগঞ্জ সন্ত্রাস প্রতিরোধ কমিটি গঠন করা হয়। নবীগঞ্জ-বাহুবল এলাকার বর্তমান সংসদ সদস্য এডভোকেট আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী প্রধান উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য এম.এ মুনিম চৌধুরী বাবুকে আহবায়ক ও সাবেক সংসদ সদস্য শেখ সুজাত মিয়াকে যুগ্ম আহবায়ক করে ৪১ সদস্য বিশিষ্ঠ আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। সদস্যবৃন্দরা হলেন নবীগঞ্জ উপজেলা চেয়ারম্যান ফজলুল হক চৌধুরী সেলিম, নবীগঞ্জ পৌরসভা মেয়র ছাবির আহমদ চৌধুরী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এড. গতি গবিন্দ দাশ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি গিয়াস উদ্দিন আহমেদ, চেয়ারম্যান সমিতির সভাপতি ইমদাদুর রহমান মুকুল, ইউ/পি চেয়ারম্যান মোঃ ইজাজুর রহমান, সাবেক ইউ/পি চেয়ারম্যান আ.ক.ম ফখরুল ইসলাম কালাম, কেন্দ্রীয় আওয়ামী যুবলীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক আব্দুল মুকিত চৌধুরী, নবীগঞ্জ প্রেসক্লাব এর সভাপতি এম.এ আহমদ আজাদ, সাধারণ সম্পাদক মোঃ সেলিম তালুকদার, ইউ/পি চেয়ারম্যান দিলাওয়ার হোসেন, মোঃ ছালিক মিয়া, নির্মলেন্দু দাশ রানা, শাহরিয়ার নাদির সুমন, ইমদাদুল হক চৌধুরী, শেখ ছাদিকুর রহমান শিশু, হাবিবুর রহমান হাবিব, আক্তার হোসেন চৌধুরী ছুবা, গৌরাঙ্গ দাশ, নোমান হোসেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুজিবুর রহমান শেফু, নবীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, জাতীয় পাটির কেন্দ্রীয় নেতা ডাঃ শাহ আবুল খায়ের, সাবেক ইউ/পি চেয়ারম্যান বজলুর রশিদ, সাবেক ইউ/পি চেয়ারম্যান মোঃ আবু সিদ্দিক, জেলা পরিষদ সদস্য শেখ শফিকুজ্জামান শিপন, পৌর আওয়ামীলীগের সভাপতি মোজাহিদ আহমদ, মানকজমিন পত্রিকার স্টাফ রিপোর্টার এম.এ বাছিত, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কাজী ওবায়দুল কাদের হেলাল ও সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমদ মিলু, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক শিহাব আহমদ চৌধুরী, উপজেলা কৃষকলীগের সভাপতি মোঃ আব্দুল মুকিত, মোঃ ইয়াওর মিয়া, মোঃ আলাউদ্দিন, কামাল হাসান চৌধুরী, মাস্টার সোহেল আহমদ, বিশিষ্ট সমাজসেবক চুনু মিয়া, জেলা জাতীয় পার্টির সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব মুরাদ আহমদ প্রমূখ।
আয়োজিত সভায় শহরের নতুন বাজার এলাকায় শহরের আনমনু গ্রামের কতিপয় দুর্বৃত্ত কর্তৃক সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদ এবং অবিলম্বে অভিযুক্ত সন্ত্রাসীদের আইনের আওতায় নিয়ে আসার জন্য প্রশাসনের নিকট জোর দাবি জানানো হয়। এছাড়াও সন্ত্রাস প্রতিরোদ এবং শহরকে শান্তির জনপদে ফিরিয়ে এনে ব্যবসায়ী ও সাধারণ মানুষের আতংক নিরসনে ৪১ সদস্য বিশিষ্ট উপজেলা সন্ত্রাস প্রতিরোধ কমিটি গঠন করা হয়।
উল্লেখ্য, কমিটির সদস্যবৃন্দ আজ বৃহস্পতিবার (৭ মার্চ) উপজেলা পরিষদ সভাকক্ষে করুনীয় নির্ধারণে এক বৈঠকে মিলিত হবেন।


     এই বিভাগের আরো খবর