,

নবীগঞ্জে সুরুজ শাহ পীরের মাজার ভাংচুর :: এলাকায় চরম উত্তেজনা

স্টাফ রিপোর্টার : নবীগঞ্জ উপজেলার পূর্ব-বড়ভাকৈর ইউনিয়নের সোনারপুর গ্রামে পূর্ব বিরোধের জের ধরে বড়পীর আব্দুল কাদির জিলানি (রা) খাদেম হযরত শাহ সুফী আব্দুল মন্নাফ ওরপে সুরুজ শাহ পীরের মাজার হ্যামার দিয়ে ভাংচুর করেছে একদল দুর্বৃত্তরা। ঘটনাটি ঘটেছে গত বুধবার গভীর রাতে। এ ঘটনায় সুরুজ শাহ পীরের ভক্ত আশেকানের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। এঘটনার পর গত বুধবার রাতেই নবীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
স্থানীয়রা জানান, মাজারের খাদিম লায়েন এবং একই এলাকার আছির উদ্দিন, মশাই মিয়া, কদর আলী, আব্দুল মালিক, আব্দুল বাছিত, কলমদর, মিনার হোসেন গংদের সাথে পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলছিলো। এরই জেরে প্রায় ৬০ বছরের পুরোনো এই মাজার গভীর রাতে ভাংচুর করে আছির উদ্দিন গংরা।
এ ব্যাপারে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুপম দাস অনুপম বলেন, সুরুজ শাহ পীরের মাজার নিয়ে বিরোধের বিষয়টি শালিসে সমাধান করার জন্য ইউনিয়ন চেয়ারম্যান রংঙ্গলাল দাসকে বলা হয়েছিল। মাজার ভাংচুর করা সম্পূর্ণ নিষেধ ছিল।
নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মাসুক আলী বলেন, মাজার ভাংচুরের খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পুলিশ পাঠাই। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
পূর্ব বড় ভাকৈর ইউনিয়ন চেয়ারম্যান রংঙ্গলাল দাস বলেন, মাজার নিয়ে বিরোধের বিষয়টি শুক্রবার শালিসে বসে সমাধান করার আলোচনা হয়েছিল। এরই মধ্যে জানতে পারলাম মাজার ভাংচুর করা হয়েছে।


     এই বিভাগের আরো খবর