,

নারীদের ন্যায্য অধিকার নিশ্চিতের মাধ্যমে উন্নয়নে অংশিদার করতে হবে :: নারী দিবসের আলোচনায় কেয়া চৌধুরী এমপি

স্টাফ রিপোর্টার : হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী বলেছেন, দেশের জনগোষ্ঠীর অর্ধেক নারী। এ বিশাল জনগোষ্ঠীকে বাদ দিয়ে দেশকে এগিয়ে নেওয়া যাবে না। তাই, তাদের ন্যায্য অধিকার ও সমান সুযোগ-সুবিধা নিশ্চিত করার মাধ্যমে উন্নয়নের অংশিদার করতে হবে। তিনি গতকাল শুক্রবার নবীগঞ্জ ও বাহুবল উপজেলায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আয়োজিত পৃথক সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।
বিকাল সাড়ে ৩টায় নবীগঞ্জ উপজেলার মুক্তিযোদ্ধা সংসদ কমপ্লেক্স আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে নবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার অনুপম দাশ অনুপের সভাপতিত্বে ও মহিলা বিষয়ক কর্মকর্তা নুসরাত ফেরদৌসী’র সঞ্চালনায় প্রধান অতিথি’র বক্তব্য রাখেন হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য আমাতুল কিবরিয়া চৌধুরী কেয়া। বক্তব্য রাখেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা বেগম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহীন দেলোয়ার, অফিসার ইনচার্জ মোঃ মাসুক আলী, ডাঃ জিনাত মুসতারিন স্নিগ্ধা, বীর মুক্তিযোদ্ধা মোঃ লাল মিয়া, উপজেলা আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি মৃনাল কান্তি রায় মিনু, নবীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ সেলিম তালুকদার, উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি দিলারা হোসেন ও সাধারণ সম্পাদক সইফা রহমান কাকলী, মহিলা কাউন্সিলর পারুল আক্তার প্রমুখ। পবিত্র কোরআন তেলাওয়াত করেন কবি সাজ্জাদুর রহমান ও গীতা পাঠ করেন ফুলন সূত্রধর।
এর আগে সকাল ১১টায় বাহুবল উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার তাহমিলুর রহমান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান সৈয়দ খলিলুর রহমান। অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন বাহুবল মডেল থানার ইন্সপেক্টর (তদন্ত) আলী আকবর, বাহুবল মডেল প্রেস ক্লাব সভাপতি নূরুল ইসলাম নূর, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক অলিউর রহমান অলি, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তাজ উদ্দিন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নুসরাত ফেরদৌসী প্রমুখ।


     এই বিভাগের আরো খবর