,

মাধবপুরে ফ্রিপ প্রকল্পের কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

মাধবপুর প্রতিনিধি : মাধবপুরের ফ্রিপ প্রকল্পের কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। মাধবপুর উপজেলায় খরিপ-১ মৌসুমে আউশ ধানের নতুন জাত সম্প্রসারণ নিয়ে বিশেষ সভা অনুষ্ঠিত হয় মাধবপুর উপজেলার আদাঐর ব্লকের আদাঐর ইউনিয়নে।
কৃষি অধিদপ্তর আয়োজিত প্রশিক্ষণে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপ পরিচালক মো: নূর এ আলম সিদ্দিকী, মাধবপুর উপজেলা কৃষি কর্মকর্তা সজীব সরকার, উপসহকারি উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তাসহ সংশ্লিষ্ট ব্লকের উপসহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ। একই দিন অনাবাদি পতিত জমি ও বসতবাড়ির আঙ্গিনায় পারিবারিক সবজি পুষ্টি বাগান স্থাপন প্রকল্পের প্রদর্শনীর উপকরণ (৬টি ফলের চারা, ১২ মাসের সবজি বীজ, জৈব সার, বীজ সংরক্ষণ পাত্র, সাইনবোর্ড) ১৯৯ জন কৃষকদের মাঝে বিতরণ করেন এবং পারিবারিক সবজি পুষ্টি বাগান পরিদর্শন করেন।


     এই বিভাগের আরো খবর