,

বাহুবলে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে নিয়মিত বাজার মনিটরিং করবে প্রশাসন

বাহুবল প্রতিনিধি : বাহুবলে রমজানকে সামনে রেখে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের লক্ষ্যে নিয়মিত বাজার মনিটরিং করবে উপজেলা প্রশাসন। গতকাল সোমবার দুপুরে উপজেলা আইন-শৃংখলা কমিটির মাসিক সভায় উপরোক্ত সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় উপজেলা সদরের মেইন রোড ঘেঁষে ড্রেন নির্মাণের লক্ষ্যে অবৈধ স্থাপনাগুলো নিজ নিজ দায়িত্বে সরিয়ে নিতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানানো হয়।
ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার (ভূমি) রুহুল আমিন-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী। সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান সৈয়দ খলিলুর রহমান। অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ মশিউর রহমান, বীর মুক্তিযোদ্ধা আবুল হাশিম, উপজেলা আওয়ামী লীগ সভাপতি আব্দুল হাই, বাহুবল কলেজের অধ্যক্ষ আব্দুর রব শাহীন, বাহুবল মডেল প্রেস ক্লাব সভাপতি নূরুল ইসলাম নূর, মেডিকেল অফিসার ডা. আজিজুল ইসলাম, উপজেলা সমাজসেবা অফিসার মাহিদুন নূর চৌধুরী, মুক্তিযোদ্ধা কমান্ডার ডা. আবুল হোসেন, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মোঃ সাইফুদ্দিন, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ সভাপতি নীহার রঞ্জন দেব, ফায়ার স্টেশন ইনচার্জ জগদীশ চন্দ্র দেবনাথ, ইউপি চেয়ারম্যান মোঃ মুদ্দত আলী, ইউপি চেয়ারম্যান মোঃ শামীম, ইউপি চেয়ারম্যান তফাজ্জুল হোসেন রাহীন, ইউপি চেয়ারম্যান আ.ক.ম উস্তার মিয়া তালুকদার, ভাদেশ্বর ইউপি’র প্যানেল চেয়ারম্যান শ্রীকুমার কৈরী, আনসার ভিডিপি’র ইউআই অসীম চন্দ্র দাস, উপজেলা শিক্ষা অফিসার হাসান মোহাম্মদ জুনায়েদ প্রমুখ।
আইন-শৃংখলা কমিটির সভা শেষে হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী বাহুবল উপজেলা বিভিন্ন উন্নয়ন প্রকল্পে টিআর ও কাবিটা কর্মসূচির আওতায় চাউল, গম ও নগদ অর্থ বরাদ্দ প্রদান করেন। এবার তিনি নবীগঞ্জ ও বাহুবল উপজেলার জন্য টি.আর কর্মসূচির আওতায় ৭১ লক্ষ ৩৩ হাজার ৩৩৩ টাকা ও ৩০ লক্ষ ১৮ হাজার ৯১৫ টাকা মূল্যের চাউল এবং কাবিটা কর্মসূচির আওতায় ৮৩ লক্ষ ৬৫ হাজার ১৯ টাকা ও ২৭ লক্ষ ৫১ হাজার ৭৫৫ টাকা মূল্যের গম বরাদ্দ পেয়েছেন।


     এই বিভাগের আরো খবর