,

খাদ্যনালী কেটে ফেলা কলেজ ছাত্রের অবস্থা আশংকাজনক

জুয়েল চৌধুরী : হবিগঞ্জ শহরের নতুন পৌরসভা সড়কের মাদার কেয়ার জেনারেল হাসপাতালে ভুল চিকিৎসায় খাদ্যনালী কেটে ফেলা কলেজ ছাত্র শহীদুল ইসলাম (২৫) এর অবস্থা এখনও সংকটাপন্ন। বর্তমানে সে সিলেট রাগীব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুর সাথে লড়ছে। যে কোনো সময় দুর্ঘটনার আশংকা রয়েছে বলে চিকিৎসক জানিয়েছেন। তার খাদ্যনালী কেটে ফেলার কারণে এখনও তার রক্তক্ষরণ বন্ধ হচ্ছে না বলে জানা গেছে। এদিকে ওই হাসপাতালে এখনও বহাল তবিয়তে চিকিৎসা চালালেও প্রশাসন এর কোনো ব্যবস্থা নিচ্ছে না।
জানা যায়, জলসুখা গ্রামের মইনুল ইসলাম খানের পুত্র আজমিরীগঞ্জ ডিগ্রি কলেজের ডিগ্রি ১ম বর্ষের ছাত্র শহীদুল ইসলাম অ্যাপেন্ডিসাইটিস ব্যথা নিয়ে গত শনিবার সন্ধ্যায় দালালের মাধ্যমে মাদার কেয়ারে ভর্তি হন। রাত ১১টার সময় হাসপাতালের ডাক্তার শাহ রেজাউল করিম শহীদুলের অপারেশন করার সময় তার খাদ্যনালি কেটে ফেলা হয়। এরপরই রক্তক্ষরণ শুরু হলে সে অচেতন হয়ে পড়ে। পরের দিন তার চেতনা ফিরে এলেও রক্তক্ষরণ বন্ধ হয়নি। এক পর্যায়ে হাসপাতাল কর্তৃপক্ষ বিষয়টি ধামাচাপা দেয়ার চেষ্টা চালায় এবং উন্নত চিকিৎসার জন্য যা যা প্রয়োজন তাই করা হবে বলে রোগীর স্বজনদের আশ^স্থ করেন।


     এই বিভাগের আরো খবর