,

নবীগঞ্জে বিশ্ব ভোক্তা অধিকার দিবসে র‌্যালী ও আলোচনা সভা

স্টাফ রিপোর্টার : “স্মার্ট বাংলাদেশ গড়ি, ভোক্তার স্বার্থে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করি” এই শ্লোগানকে সামনে রেখে নবীগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে গতকাল শুক্রবার (১৫ মার্চ) সকাল ১১টায় বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে নবীগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে সকাল ১১টায় উপজেলা চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়। র‌্যালী শেষে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুপম দাস অনুপের সভাপতিত্বে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় পণ্যের ন্যায্যমূল্য ও গুণগতমান নিশ্চিত করার লক্ষ্যে সরকার ‘ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের যথাযথ বাস্তবায়নের জন্য জনপ্রতিনিধি, ব্যবসায়ী, প্রজাতন্ত্রের কর্মচারী ও জনগণের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজনের ব্যাপারে বক্তারা অভিমত ব্যক্ত করেন। এ সময় দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতি, বিভিন্ন রেস্টুরেন্টে স্বাস্থ্যসম্মত খাবার পরিবেশন, পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার জন্য ব্যবসায়ীরা যাতে সচেতন হয় এ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহীন দেলোয়ার, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ ফজলুল হক মনি, প্রেসক্লাবের সভাপতি এম.এ আহমদ আজাদ, সাধারণ সম্পাদক মোঃ সেলিম তালুকদার, প্রেসক্লাবের সাবেক সভাপতি উত্তম কুমার পাল হিমেল, সহকারী প্রোগ্রামার কাজী মঈনুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি দিলারা হোসেন, সাধারন সম্পাদক শেখ ছইফা রহমান কাকলী, স্বপন রবি দাস প্রমূখ। সভাশেষে নবীগঞ্জ উপজেলার ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শিক্ষার্থীদের মাঝে সরকারীভাবে আর্থিক অনুদান ও বৃত্তি প্রদান করা হয়।


     এই বিভাগের আরো খবর