,

রেকর্ড দামে লেবুর হালি

স্টাফ রিপোর্টার : রমজান মাসে ইফতারে ঠান্ডা লেবুর শরবত শরীরের জন্য দারুণ উপকারী। অথচ এই লেবুর দাম এখন ধরাছোঁয়ার বাহিরে। ২০০ টাকায় সিলেটের বিশ্বনাথে বিক্রি হচ্ছে প্রতি হালি লেবু। হবিগঞ্জের নবীগঞ্জে ব্যবসায়ীরা প্রতি হালি লেবুর দাম হাকিয়েছেন ১৫০ টাকা। যে লেবু হালিতে কয়দিন আগেও বিক্রি হয়েছে ৪০-৫০ টাকায়, আজ দাম বেড়ে বিক্রি হচ্ছে প্রতি হালি ২০০ টাকায়।
অন্যদিকে, পাল্লা দিয়ে বেড়েছে খিরা-শসা ও টমেটোর দামও। ৭০-৮০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে সালাদ’র এই দুই আইটেম। উপজেলার সবজি বাজার ঘুরে দেখা গেছে এ চিত্র । ফলে অধিকাংশ মানুষকেই ইফতারি থেকে বাদ দিতে হচ্ছে শরবত ও সালাদ।
বিক্রেতাদের দাবি, এখন লেবুর সিজন নয়। কিনতে হয়েছে বেশি দামে। তাই বেশি দামে বিক্রিও করতে হচ্ছে।


     এই বিভাগের আরো খবর