,

নবীগঞ্জে বঙ্গবন্ধুর ১০৪ তম জন্মদিন ও শিশু দিবস পালন

স্টাফ রিপোর্টার : নবীগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে ১৭ই মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মদিন উপলক্ষে শোভাযাত্রা পরে আলোচনা সভা অনুষ্টিত হয়। গতকার রবিবার সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে নবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার অনুপম দাস অনুপের সভাপতিত্বে এবং পজীপ কর্মকর্তা শাকিল আহমদের পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুল হক চৌধুরী সেলিম।
এতে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এড. গতি গোবিন্দ দাশ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহীন দেলোয়ার, অফিসার ইনচার্জ মোঃ মাসুক আলী, বীর মুক্তিযোদ্ধা জালাল উদ্দিন সিদ্দিকী, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমেদ মিলু, কৃষি কর্মকর্তা শেখ ফজলুল হক মনি, পল্লী বিদ্যুতের ডিজিএম মোহাম্ম্দ ফায়জুল্লাহ, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক লোকমান আহমদ খান, নবীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি এম এ আহমদ আজাদ ও সাধারণ সম্পাদক মোঃ সেলিম তালুকদার, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গৌতম রায়, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক উত্তম কুমার পাল হিমেল, উপজেলা মৎস কর্মকর্তা শেখ আসাদ উল্লাহ, প্রধান শিক্ষক আলী আমজাদ মিলন, শিক্ষক সমিতির যুগ্ম সম্পাদক মোঃ রুবেল মিয়া।
উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা মুর্শেদুজ্জামান রশিদ, জনস্বাস্থ্য উপ সহকারী মোহাম্মদ জাকারিয়া, উপজেলা সহকারী প্রোগ্রামার কাজী মঈনুল ইসলাম, উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার বাবুল দেব, সমাজসেবা অফিসার বিদ্যুত দাশ, ভারপ্রাপ্ত উপজেলা শিক্ষা অফিসার মোশাহিদ মিয়া, পল্লী সঞ্চয় ব্যাংক অফিসার আমিনুর রহমান, প্রেসক্লাবের সাবেক সহ সভাপতি ইউপি সদস্য শাহ সুলতান আহমদ, উপজেলা মহিলালীগের সভাপতি দিলারা হোসেন, সাধারণ সম্পাদক শেখ ছইফা রহমান কাকলী, পৌর আওয়ামী লীগ নেতা বাবুল দাশ, পৌর সেচ্ছাসেবকলীগের সভাপতি ইকবাল আহমদ বেলালসহ বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করে মাওঃ মাহবুবুর রহমান, গীতাপাঠ করেন সুকেশ চক্রবর্ত্তী। বঙ্গবন্ধু জন্মদিন উপলক্ষে উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে উপজেলা প্রশাসনসহ বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠনের নের্তৃবৃন্দ পুস্পস্তবক অর্পন করেন। প্রধান অতিথির বক্তব্যে উপজেলা পরিষদ চেয়ারম্যান ফজলুল হক চৌধুরী সেলিম বলেন, বঙ্গবন্ধুর জন্ম না হলে এদেশ স্বাধীনতা লাভ করতে পারতো না। তাই বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।


     এই বিভাগের আরো খবর