,

আদালতে উপস্থিত না থেকেও স্বাক্ষর দিয়ে জামিন আবেদন :: কারাগারে ৩

জুয়েল চৌধুরী : হবিগঞ্জ কোর্টে উপস্থিত না থেকেও হাজিরা খাতায় পুলিশ অ্যাসল্ট মামলার আসামিদের স্বাক্ষর দেওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় ৩ আসামিকে কারাগারে পাঠিয়েছেন বিজ্ঞ অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সাইফুল আলম। আসামিরা হলেন, মাধবপুর উপজেলার বেজুড়া গ্রামের বাসিন্দা আদিল মিয়ার ছেলে মোবারক মিয়া, ইমাম হোসেনের ছেলে হুমায়ুন মিয়া ও আলাই মিয়ার ছেলে ফরহাদ মিয়া।
আদালত সূত্র জানায়, ২০২২ সালের ২৫ সেপ্টেম্বর মাধবপুর উপজেলার বেজুড়ায় গ্রাম্য দাঙ্গায় পুলিশসহ বেশকিছু লোক আহত হন। এ ঘটায় মাধবপুর থানার এসআই তরিকুল ইসলাম ৭৫ জনের নামে পুলিশ অ্যাসল্ট মামলা দায়ের করেছিলেন। গত ৩১ জানুয়ারি মামলার কয়েকজন আসামি আদালতে উপস্থিত হয়ে জামিন প্রার্থনা করেন। সেদিনের জামিনের দরখাস্তে স্বার দেওয়া হয় ৭নং ক্রমিকের আসামি মোবারক, ২২নং ক্রমিকের হুমায়ুন ও ১৩নং ক্রমিকের আসামি ফরহাদের। কিন্তু বিচারক পরীক্ষা করে দেখেন জামিনের দরখাস্তে স্বাক্ষর থাকলেও আসামিরা আদালতের ডকে উপস্থিত নেই। পরে ওই ৩ আসামি গত বুধবার (২০ মার্চ) আদালতে উপস্থিত হলে জামিন না মঞ্জুর করে বিচারক তাদের হবিগঞ্জ জেলা কারাগারে পাঠানোর আদেশ দেন।


     এই বিভাগের আরো খবর