,

কেরাম খেলায় বাজি ধরা নিয়ে সংঘর্ষে অর্ধশতাধিক আহত

স্টাফ রিপোর্টার : হবিগঞ্জ সদর উপজেলার ধুলিয়াখালে ক্যারাম খেলায় বাজি ধরা নিয়ে দুই দলের সংঘর্ষে মহিলাসহ অর্ধশতাধিক লোক আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার ইফতারের পর থেকে রাত ৯টা পর্যন্ত দফায় দফায় সংঘর্ষ হয়। সদর থানার একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। এক পর্যায়ে নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে টিয়ারসেল ও রাবার বুলেট নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় ওই সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। শত শত যানবাহন আটকা পড়ে। এতে করে অনেক মানুষ তারাবি নামাজ মিস হয়।
জানা যায়, দীর্ঘদিন ধরে ধুলিয়াখাল বাইপাস পয়েন্টের বিভিন্ন দোকানে কেরাম বোর্ড, লডু, গাফলা, আইপিলে বাজি ধরা হয়। এতে করে এলাকার পরিবেশ নষ্টসহ চুরি, ছিনতাই বৃদ্ধি পাচ্ছে। গতকাল বৃহস্পতিবার ইফতারের পর দুই যুবক কেরাম খেলায় বাজি ধরে। এক পর্যায়ে বাজির টাকা নিয়ে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে বিরোধটি গ্রামে চলে যায় এবং দেশীয় অস্ত্র নিয়ে চলে সংঘর্ষ। আহতদের উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়।
অফিসার ইনচার্জ অজয় চন্দ্র জানান, অনেক চেষ্টার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়।


     এই বিভাগের আরো খবর