,

সাবেক কমিশনার সহ গ্রেফতার ৩ প্রসঙ্গে প্রকাশিত সংবাদের প্রতিবাদ

গত বৃহস্পতিবার (২১ মার্চ) দৈনিক হবিগঞ্জ সমাচার, দৈনিক প্রভাকর, দৈনিক হবিগঞ্জের মুখ, দৈনিক হবিগঞ্জ সময়সহ বিভিন্ন স্থানীয় পত্রিকায় নবীগঞ্জে পুকুরে জোরপূর্বক মাছ ধরতে গিয়ে সাবেক কমিশনারসহ গ্রেফতার ৩ শিরোনামে প্রকাশিত সংবাদটি আমার দৃষ্টি গোছর হয়েছে। সংবাদটি মিথ্যা বানোয়াট, ভিত্তিহীন, মানহানিকর, কাল্পনিক ও পরিকল্পনা মাফিক বটে। প্রকৃত ঘটনা হচ্ছে- আমার ভাইয়ের দত্তগ্রাম মৌজাস্থ দাগ নং ৪৮৪০, ৪৮৪১, খতিয়ান নং ১১২৭, জেএলনং ৮০, মোট মোয়াজ্জী ৩৩ শতাংশ দলিল ও নামজারি মূলে মালিক বটে। আমার প্রতিপক্ষের জায়গার মৌজা হচ্ছে গয়াহরি, দাগ ও খতিয়ান সম্পূর্ন আলাদা আলাদা। তাদের জায়গার সাথে আমাদের দাগ খতিয়ান এবং মৌজার কোন মিল নেই। আমি প্রায় ২০ বছর যাবত উক্ত জায়গার খাজনা পরিশোধ করে আসছি। ইদানিং উক্ত জায়গাতে মাছের পোনা ছাড়তে গেলে পাশ্ববর্তী জায়গার মালিক রাধিকা রঞ্জন দাশ ও তার স্ত্রী, কাকী এবং ভাই গংরা আমাদের বাধা প্রদান করেন। এছাড়া রাধিকা রঞ্জন দাশের মেয়ের জামাই পুলিশের এক দারগাকে ব্যবহার করে তার সহযোগিতায় আমাদেরকে অন্যায়ভাবে গত ২০ মার্চ বুধবার পুলিশ আটক করে থানায় নিয়ে আসে এবং পরে ১৫১ ধারায় আমাদের জেল হাজতে প্রেরণ করা হয়। পরবর্তীতে গত বুধবার (২১ মার্চ) আদালত থেকে মুক্তি পাই আমরা। উল্লেখ্য- গত ২০ মার্চ বুধবার ঘটনার সময় আমি ঘটনাস্থলে ছিলাম না। তখন আমি গয়াহরি শ্রী শ্রী গোবিন্দ জিউর আখড়ায় আদালত থেকে লোকজন এবং সার্ভেয়ার জায়গা মাপ যোগের জন্য আসে। তখন আমার ভাই আমাকে ফোন দিয়ে উক্ত জায়গায় আসার জন্য বলে, যে পুলিশ আসছে তুমি আস, তখন আমি আসার পর আমাকেসহ ৩ জনকে আটক করে থানায় নিয়ে আসে পুলিশ। পরে স্থানীয় লোকজন আমাদের বিষয়টি সমাধানের চেষ্টা করেন নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক কাউন্সিলর শাহ্ রেজভী আহমেদ খালেদ, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি গৌত্তম কুমার রায়। ওই ঘটনায় আমি অন্যায়ভাবে জেল, জুলুম এবং নির্যাতনের স্বীকার হয়েছি। আমি পুলিশ প্রশাসনের নিকট ওই ঘটনার সুষ্ঠু তদন্ত চাই। আমার প্রতিপক্ষের লোকজন অন্যায়ভাবে আমার মান সম্মান নষ্ট করার হীন উদ্দেশ্যে একটি কুচক্রি মহলের ইন্ধনে আমার প্রতি অন্যায় করা হয়েছে। আমি ওই মিথ্যা মানহানিকর সংবাদ ও উক্ত ঘটনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই।

প্রতিবাদকারী
প্রানেশ চন্দ্র দেব
সাবেক কাউন্সিলর ৪নং ওয়ার্ড
নবীগঞ্জ পৌরসভা, হবিগঞ্জ।


     এই বিভাগের আরো খবর