,

রাজিউড়ায় বিধবার জমি থেকে দেড় লক্ষাধিক টাকার গাছ কর্তন

স্টাফ রিপোর্টার : সদর উপজেলার রাজিউড়া ইউনিয়নের গয়েবপুর গ্রামে এক বিধবা মহিলাকে একা পেয়ে তার জমি থেকে ফলিত প্রায় দেড় লক্ষাধিক টাকার গাছ কেটে ক্ষতি করেছে প্রতিপক্ষের লোকজন। এ ঘটনা নিয়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
জানা যায়, ওই গ্রামের চন্দনা খাতুনের শশুর মৃত তোরাব আলীর জায়গা জেএল নং-৩৪, খতিয়ান নং-৩৪৬, দাগ ৩৭৮ মোট ৮ শতক জায়গার ওপর আম, জাম, কাঠাল, বেলজিয়ামসহ বিভিন্ন গাছের চারা রোপন করেন চন্দনা খাতুন। কিন্তু ওই জায়গা থেকে গত ১৫ মার্চ সকালে প্রতিবেশী আনম খান, মজনু মিয়া, রাবেয়া, জহুর আলীসহ কয়েকজন লোক জোরপূর্বক তার গাছ কেটে ফেলে। এ সময় চন্দনা বাধা দিলে তাকে হুমকি দেয়া হয়। এর আগে উল্লেখিতরা বাড়িতে পুরুষ না থাকার সুযোগে চন্দনা ও তার বাচ্চাদেরকে প্রাণে হত্যার হুমকি দিলে ২৭ জানুয়ারি সদর থানায় সাধারণ ডায়েরী করেন। এর আগে উল্লেখিত রাবেয়া বেগম ১৪৪ ধারার মামলা করলে তাও তাদের বিপক্ষে যায়। এরপ্রেক্ষিতে পুলিশ তদন্ত করে ঘটনার সত্যতা পেয়ে তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু হয়। যার ননজিআর নং-৫৮/২৪। উক্ত মামলার খবর পেয়ে তারা আরও ক্ষিপ্ত হয় এবং মামলা করার আক্রোশে গাছের চারা কেটে ফেলে। তাদের হুমকির কারণে পরিবারটি নিরাপত্তাহীনতায় ভুগছে।


     এই বিভাগের আরো খবর