,

আজ দিনব্যাপী হবিগঞ্জে ‘উই ঈদ হাটবাজার’

জাবেদ তালুকদার : Women and e-commerce Trust (WE) এর নতুন নতুন চমক এবং নানাধরনের সুযোগ সুবিধা নিয়ে দ্বিতীয়বারের মতো উই ঈদ হাটবাজার অফলাইনে শুরু হচ্ছে আজ। সারাদেশের ন্যায় হবিগঞ্জেও আজ মঙ্গলবার রামচরণ প্রাথমিক বিদ্যালয় মাঠে শুরু হচ্ছে ‘উই ঈদ হাটবাজার’। সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত দিনব্যাপী চলবে দেশীয় পণ্যের এই হাটবাজার।
এতে সকল ধরনের দেশীয় পোশাক, গহনা, ঐতিহ্যবাহী পণ্য ও রকমারি হোমমেড খাবারের আয়োজন নিয়ে ১২টি স্টলে হবিগঞ্জ জেলার ১৮ জন নারী উদ্যোক্তারা থাকবেন। সকল দেশীয় পণ্যে বিশাল ছাড়ও রয়েছে এই হাটবাজারে।
উই এর মাধ্যমে বাংলাদেশের ৬৬ জেলায় একসাথে অফলাইন হাটবাজার হবে। বিগত বছরগুলোতে অনলাইনে হাটবাজার হলেও গতবছর থেকে অফলাইনে এ হাটবাজার হচ্ছে।


     এই বিভাগের আরো খবর