,

চুনারুঘাটে গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা

এম এস জিলানী আখনজী : যথাযোগ্য মর্যাদায় হবিগঞ্জের চুনারুঘাটে ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দিবসটি উপলক্ষে গতকাল সোমবার (২৫ মার্চ) বেলা ১১টার দিকে চুনারুঘাট উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসন চুনারুঘাটের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। চুনারুঘাট উপজেলা নির্বাহী অফিসার নীলিমা রায়হানার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুনারুঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুল কাদির লস্কর। চুনারুঘাট উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) প্লাবন পালের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন- উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব লুৎফুর রহমান মহালদার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মাহবুব আলম মাহবুব, চুনারুঘাট থানার পরিদর্শক (তদন্ত) প্রজিৎ কুমার দাস, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ আনোয়ার আলী, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ কাওসার শুকরানা, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ আবুল খায়ের, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুস সামাদ, বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল গফ্ফার, মিরাশী ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধা ইদ্রিস আলী, বীর মুক্তিযোদ্ধা অবসরপ্রাপ্ত সুপেদার বাবু প্রতাফ চন্দ্র দেব পমূখ। এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন দপ্তরের সরকারী কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, সাংবাদিকসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দরা। সভায় বক্তারা- মহান মুক্তিযোদ্ধে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর অবদান এবং ২৫ মার্চের করণীয় সম্পর্কে আলোকপাত করেন। সেই সাথে বক্তারা ১৯৭১ সালের ২৫ মার্চ কালো রাতে পাকিস্তানের এই ন্যাক্কারজনক হামলার তীব্র নিন্দা জানান ও পাকিস্তানিদের বর্বর হামলায় নিহত সকল শহীদদের প্রতি শ্রদ্ধা এবং তাঁদের আত্মার মাগফিরাত কামনা করেন।

 


     এই বিভাগের আরো খবর