,

নবীগঞ্জে মাদক সেবন ও জুয়ায় বাধা দেয়ায় ফিসারির মাছ চুরি

স্টাফ রিপোর্টার : নবীগঞ্জে মাদকসেবী ও জুয়াড়ি কর্তৃক এক ব্যাক্তির ফিসারির মাছ চুরি করে নেয়ার অভিযোগ উঠেছে। গত ২৪ মার্চ (রবিবার) দিবাগত রাত অনুমানিক ৩টার দিকে উপজেলার ১নং বড় ভাকৈর পশ্চিম ইউনিয়নের সোনাপুর গ্রামে মোঃ আব্দুল মন্নান এর ফিসারিতে এ ঘটনা ঘটে। এ বিষয়ে ভূক্তভোগী মোঃ আব্দুল মন্নান বাদী হয়ে ওই গ্রামের জয়নাল আবেদীনের পুত্র শিপু মিয়া, মনই মিয়ার পুত্র বাবুল মিয়া, বাবুল মিয়ার পুত্র রোকন মিযা, মৃত কেরাঞ্জি মিয়ার পুত্র সোনফর মিয়া, সোনাফর মিয়ার পুত্র ইমদাদুর মিয়া, মৃত শইলর বাপ এর পুত্র শরিফ উদ্দিন, শরিফ উদ্দিনের পুত্র নয়ন মিয়া (১৯) ও মৃত রুহুল আমিন এর পুত্র হবিবুর রহমান (২২) এর বিরুদ্ধে নবীগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, সোনাপুর গ্রামের মোঃ আব্দুল মন্নান মুক্তিযোদ্ধা সংগঠনের মালিকানাধীন মুক্তিযোদ্ধা দিঘী (৩টি পুকুর) লিজ নিয়ে উক্ত ফিশারিতে বিভিন্ন প্রকারের প্রায় ৪৪ হাজার টাকা মূল্যের পোনা ছেড়ে মাছের চাষ করেছেন। ফিশারির মাছ ৩০০ গ্রাম হতে ৪০০ গ্রাম ওজনের হয়েছে। প্রতিদিন তিনি মাছকে ৩০০/৪০০ টাকার খাবার দিয়া আসছেন। উল্লিখিত অভিযুক্তগণ মাদকসেবী ও জুয়াড়ী প্রকৃতির লোক। তারা প্রায়ই আব্দুল মন্নানের উক্ত ফিশারির পাড়ে বসিয়া জুয়া খেলতেন ও মাদক সেবন করতেন। তিনি জুয়া এবং মাদক সেবন না করার জন্য তাদেরকে বাধা-নিষেধ করলে তারা আব্দুল মন্নানের উপর ক্ষিপ্ত হয় এবং তাকে শিক্ষা দিবে বলে শাসায়। গত ২৪ মার্চ (রবিবার) তিনি ১টি ফিশারী সেচ করে মাছ ধরে পরদিন মাছগুলো বিক্রির উদ্দেশ্য অন্য পুকুরের জালের মধ্যে রাখেন। রবিবার দিবাগত রাত ৩টার দিকে তারা দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে আব্দুল মন্নানের ফিসারি থেকে প্রায় ৪৫ হাজার টাকা মূল্যের মাছ এবং ফিসারীর পাড়ে থাকা প্রায় ১৪ হাজার টাকা মূল্যের একটি জালসহ ফিসারির অন্যন্য সামগ্রী চুরি করে নিয়ে যায়। তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে তারা পালিয়ে যায়।
এ বিষয়ে তিনি প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন।


     এই বিভাগের আরো খবর