,

নবীগঞ্জ-বাহুবলে প্রায় ২ কোটি টাকার টিআর কাবিখা বরাদ্দ বিতরণ করলেন এমপি কেয়া :: জনসম্মুখে প্রকাশ

স্টাফ রিপোর্টার : হবিগঞ্জ-১ আসনের নবীগঞ্জ ও বাহুবল উপজেলায় প্রায় ২ কোটি ১২ লক্ষ ৬৯ হাজার টাকার টিআর-কাবিখা বরাদ্দ বিতরণ এবং জনসম্মখে প্রকাশ করেছেন সংসদ সদস্য এড. আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী। মঙ্গলবার (২৬ মার্চ) দুপুরে নবীগঞ্জ উপজেলা পরিষদ হলরুমে ও ২৫ মার্চ দুপুরে বাহুবল উপজেলা পরিষদ হল রুমে এ বরাদ্দ বিতরণ করেন তিনি।
নবীগঞ্জ উপজেলার বরাদ্দগুলো হলো : টিআর- ৪৬ লক্ষ ৩৩ হাজার ৩ শত ৩৩ টাকা, কাবিটা- ৫৭ লক্ষ ৬৫ হাজার ১৯ টাকা, কাবিখা (চাল)- ৩৯.১৭৪ মেট্রিক টন, কাবিখা (চাল/টাকায়)- ২০ লক্ষ ৩২ হাজার ৯ শত ১৮ টাকা, কাবিখা (গম)- ৩৯.১৭৪ মেট্রিক টন, কাবিখা (গম/টাকায়)- ১৮ লক্ষ ৬৩ হাজার ৮ টাকা। সবমিলিয়ে মোট ১ কোটি ৪২ লক্ষ ৮৪ হাজার ২৭৯ টাকা।
বাহুবল উপজেলার বরাদ্দগুলো হলো : টিআর- ২৫ লক্ষ টাকা, কাবিটা- ২৬ লক্ষ টাকা, কাবিখা (চাল)- ১৯ মেট্রিক টন, কাবিখা (চাল/টাকায়) ৯ লক্ষ ৮৫ হাজার ৯ শত ৯৬ টাকা, কাবিখা (গম)- ১৯ মেট্রিক টন, কাবিখা (গম/টাকায়)- ৮ লক্ষ ৯৮ হাজার ৭ শত ৩৮ টাকা। সবমিলিয়ে ৬৯ লক্ষ ৮৪ হাজার ৭ শত ৩৪ টাকা।
বরাদ্দ বিতরণকালে এমপি কেয়া চৌধুরী বলেন, বাহুবল ও নবীগঞ্জ উপজেলাবাসীর উন্নয়নের জন্য প্রধানমন্ত্রীর কাছ থেকে টিআর ও কাবিখা’র বরাদ্দ নিয়ে আসছি। মসজিদ, মাদ্রাসা, স্কুল, মন্দির, রাস্তাঘাট, হাওর রক্ষা বাঁধ নির্মাণসহ বিভিন্ন ক্ষেত্রে বাহুবলবাসীর জীবনমান উন্নয়নের স্বার্থে প্রায় ২ কোটি ১২ লক্ষ ৬৯ হাজার টাকার বরাদ্দ এসেছে। এই ধারা আগামী দিনগুলোতেও অব্যাহত থাকবে।
অনুষ্ঠান শেষে কেয়া চৌধুরী এমপির নির্দেশে বরাদ্দের তালিকা নবীগঞ্জ ও বাহুবল উপজেলা পরিষদের নোটিশ বোর্ডে ঝুলিয়ে দেওয়া হয়।


     এই বিভাগের আরো খবর