,

হবিগঞ্জে এডভোকেসি নেটওয়ার্ক ও সিভিল সোসাইটি অর্গানাইজেশন সদস্যদের সমন্বয় সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার : হবিগঞ্জে এডভোকেসি নেটওয়ার্ক ও সিভিল সোসাইটি অর্গানাইজেশন সদস্যদের ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। ‘পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ক্ষমতায়ন ও বাংলাদেশের উন্নয়ন প্রক্রিয়ায় সক্রিয় অংশগ্রহণ প্রকল্প’ এর আওতায় ইউরোপীয়ান ইউনিয়নের আর্থিক এবং ক্রিশ্চিয়ান এইডর কারিগরি সহযোগিতায় ওয়েভ ফাউন্ডেশনের উদ্যোগে গতকাল বুধবার হবিগঞ্জ সুরবিতান ললিতকলা মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
হবিগঞ্জ জেলা এডভোকেসি নেটওয়ার্ক কমিটির চেয়ারপার্সন সাংবাদিক বাহার উদ্দিনের সভাপতিত্বে ও জেলা এডভোকেসি নেটওয়ার্ক কমিটির সাধারণ সম্পাদক এবং বানিয়াচং প্রেসক্লাবের সভাপতি ইমদাদুল হোসেন খানের সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ওয়েভ ফাউন্ডেশনের সিলেট ডিভিশনাল ফ্যাসিলেটেটর শাহজাহান মিয়া। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন এলএনওবি (লিভ নো ওয়ান বিহাইন্ড) সিলেট ডিভিশনাল কোয়ালিশন কমিটির ক্যাশিয়ার কবি সৈয়দ মিজান উদ্দিন পলাশ, হবিগঞ্জ সদর উপজেলা এডভোকেসি নেটওয়ার্ক কমিটির সিনিয়র সদস্য ও দৈনিক হবিগঞ্জের মুখ পত্রিকার সহযোগী সম্পাদক মঈন উদ্দিন আহমেদ, লাখাই উপজেলা এডভোকেসি নেটওয়ার্ক কমিটির ভাইস চেয়ারম্যান সাংবাদিক এমএ ওয়াহেদ, চুনারুঘাট উপজেলা এডভোকেসি নেটওয়ার্ক কমিটির চেয়ারপার্সন মোঃ ফজল মিয়া, ভাইস চেয়ারম্যান কৃষ্ণকান্ত সিংহ, যুগ্ম সম্পাদক সাংবাদিক এফএম খন্দকার মায়া, বাহুবল উপজেলা এডভোকেসি নেটওয়ার্ক কমিটির চেয়ারপার্সন সাংবাদিক কাজী মাহমুদুল হক সুজন, বানিয়াচং উপজেলা এডভোকেসি নেটওয়ার্ক কমিটির সাধারণ সম্পাদক ও বানিয়াচং প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মখলিছ মিয়া, নবীগঞ্জ উপজেলা এডভোকেসি নেটওয়ার্ক কমিটির ভাইস চেয়ারম্যান সাংবাদিক উত্তম কুমার পাল হিমেল, সাধারণ সম্পাদক ও দৈনিক হবিগঞ্জ সময় পত্রিকার প্রকাশক সেলিম তালুকদার, শায়েস্তাগঞ্জ উপজেলা এডভোকেসি নেটওয়ার্ক কমিটির সাধারণ সম্পাদক মাওলানা আল-আমীন সাঈফী, হবিগঞ্জ সদর উপজেলা এডভোকেসি নেটওয়ার্ক কমিটির সাধারণ সম্পাদক সাংবাদিক মোতালিব তালুকদার দুলালসহ জেলার ৯টি উপজেলা এডভোকেসি নেটওয়ার্ক কমিটির সদস্যবৃন্দ ও সিভিল সোসাইটি অর্গানাইজেশন সমূহের সদস্যবৃন্দ।
সভায় বক্তারা পিছিয়ে পড়া জনগোষ্ঠীর (দলিত, প্রতিবন্ধী, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও হিজরা) ক্ষমতায়নে তাদের কৃৎকর্ম উপস্থাপন করেন এবং ভবিষ্যত পরিকল্পনা তুলে ধরেন। এছাড়া সভায় আগামীতে ঢাকায় অনুষ্ঠেয় চেইঞ্জ এজেন্ট সম্মেলন এবং শ্রীমঙ্গলে অনুষ্ঠেয় সিলেট বিভাগীয় এএনসি (এডভোকেসি নেটওয়ার্ক) সম্মেলন সফল করার পরিকল্পনা গ্রহণ করা হয়।


     এই বিভাগের আরো খবর