,

অর্গানাইজেশন অব বাংলাদেশী আমেরিকান্স এর কর্মতৎপরতা

প্রেস বিজ্ঞপ্তি ॥ ‘অর্গানাইজেশন অব বাংলাদেশী আমেরিকান্স সংগঠনটি ১৯৯১ সালের ৭ই মে নন প্রফিট সংগঠন হিসাবে নিউইয়র্ক ষ্টেটে রেজিষ্টার করা হয়। এই সংগঠনেরর প্রতিষ্ঠাতা হিসাবে জনাব হাসান আলীকে সভাপতি নিযুক্ত করা হয়। ১৯৯১ সালের ২৯ মে বাংলাদেশের ঘূর্ণিঝড়ের সময় নিউইয়র্ক সিটির মেয়র ডেভিড ডিনকিন্সের সাথে আলোচনা করে সিটি হলে একটি প্রেস কনফারেন্স কল করে বাংলাদেশকে সাহায্যের আবেদন জানানো হয়। হাসান আলী ১৯৯১ সালে নিউইয়র্ক সিটি পুলিশ ডির্পাটমেন্ট এশিয়ান আমেরিকান এডভাইজারী কাউন্সিলে অনারারী কো-চেয়ারম্যান নির্বাচিত হন। ১৯৯২ সালে নিউইয়র্ক সিটি কাউন্সিলে মুসলিম হলিডে উপলক্ষে দ্ইু ঈদে ছয় দিন ‘ফ্রি পার্কিং বিল ২২৪’ পাশ করতে জনমত গঠনে হাসান আলী বিশেষ ভূমিকা পালন করেন। প্রেসিডেন্ট বিল ক্লিনটনের শপথ অনুষ্ঠানে হাসান আলী যোগদান করেন। উক্ত সংগঠনের সহ সভাপতি এম.এ আলীর উদ্যোগে সংগঠনের পক্ষ থেকে বাংলাদেশের বিভিন্ন সংগঠন, প্রতিষ্ঠানে কর্মসংস্থান ও আর্থিক সহযোগীতায় বিশেষ ভূমিকা পালন করে যাচ্ছেন। যার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে, দারুল হিকমাহ্ জামেয়া ইসলামীয়া দাখিল মাদ্রাসায় (নবীগঞ্জ) ৪০,০০০/= (চলিশ হাজার) টাকা অনুদান, নবীগঞ্জ রায়পুর প্রাইমারী স্কুলে একটি পানির টিউবওয়েল স্থাপন, শ্রীমঙ্গল অনুপমাস সংগঠনের উদ্যোগে বিনা মূল্যে অন্ধদের চুক্ষু শিবিরে আর্থিক অনুদান, মৌলভীবাজার জেলার রাজনগরে মদীনা কমপেক্স প্রতিষ্ঠানে কয়েকটি সেলাই মিশিন দিয়ে একটি কর্মসংস্থানের ব্যবস্থা করেন। সঈদপুর বাজার ফাজিল মাদ্রাসার নতুন ছাত্রাবাসে দুই লক্ষ টাকা অনুদান প্রদান করেন। বিভিন্ন সাংগঠনিক লাইব্রেরীতে শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে ইসলামীক বই পুস্তক বিতরন করেন। এম.এ আলী উক্ত সংগঠনের সহ সভাপতি নিযুক্ত হওয়ার পর থেকে বৃহত্তর সিলেটের বিভিন্ন স্থানে সমাজ কল্যাণ মূলক কাজে বিশেষ ভূমিকা পালন করে যাচ্ছেন। এম এ আলী বিগত ২৬ জুলাই ২০০৯ সালে সিলেট নগর ভবনে একটি মত বিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে যোগদান করেন। ২৯ এপ্রিল ২০১১ সালে ইসলামের দাওয়াত হিসাবে একজন কংগ্রেস ম্যানের হাতে ইংরেজি ভাষায় অনুবাদ করা কুরআন তুলে দিয়ে প্রথম বাঙ্গালী হিসাবে পরিচিতি অর্জন করেন। এম.এ আলী এই পর্যন্ত কুরআন হাদীসের আলোকে ৭ খানা বই লিখে ৭০০০ কপি বই বিনা মূল্যে বিতরণ করেন। বিভিন্ন পত্রিকায় কলামিস্ট হিসাবে এম.এ আলী’র লেখা দেখতে পাওয়া যায়।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরো খবর
Copy Protected by Chetan's WP-Copyprotect.