,

নবীগঞ্জ উপজেলার বিভিন্ন সড়কের বেহাল দশা! দেখার কেউ নেই ॥

আহছানুজ্জামান মান্না ॥ নবীগঞ্জ উপজেলার কয়েকটি সড়কের এখন বেহাল অবস্থা। ফলে উপজেলার কয়েক লাখ মানুষ পড়েছেন চরম দুর্ভোগে। সংস্কার কাজে ব্যাপক অনিয়ম দুর্নীতির কারনেই কদিন যেতে না যেতেই সড়ক গুলোর এই অবস্থার সৃষ্টি হচ্ছে। সংস্কার কাজের নামে কোন রকম জুড়াতালি দিয়ে সরকারের কয়েক কোটি টাকা হরিলুট করা হয়েছে। কর্তৃপক্ষেক ম্যানেজ করে ব্যাপক অনিয়ম, দুর্নীতি করেছে সংশ্লিষ্ট ঠিকাধারী প্রতিষ্ঠান। নিম্ন মানের মালামাল সরবরাহ ও অনিয়মের ফলে  কাজ শেষ হতে না হতেই সড়কের অনেকস্থানে বড় বড় গর্ত ও ফাটল দেখা দিয়ে খানাখন্দে বেহাল দশায় পরিণত হয়েছে। এতে সড়কে চলাচলগামী দুরপাল্লার বাসসহ ছোট বড় যানবাহন গুলো প্রতিনিয়তই দুর্ঘটনার সম্মুখিন হচ্ছে। ঠিকাধারী প্রতিষ্ঠান গুলির দুর্ণীতির কারনেই এ দুরাবস্থা হয়েছে। নবীগঞ্জ উপজেলার নবীগঞ্জ-শাকোয়া-সরদারপুর সড়ক, কুর্শি-বান্দের বাজার সড়ক, বাংলাবাজার-গোপলা বাজার সড়ক নবীগঞ্জ-আউশকান্দি সড়ক সহ নবীগঞ্জ শহরের ওসমানী রোড ও শুভেচ্ছা কমিউনিটি সেন্টারের সামনে বৃষ্টির পানি জমে বড় বড় গর্তের সৃষ্টি হয়ে দিন দিন যানবাহন চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে সড়কগুলো। ফলে সড়কগুলো নিয়ে নবীগঞ্জ উপজেলার কয়েক লাখ মানুষ চরম দুর্ভোগের মধ্যে পড়েছেন। বিশেষ করে নবীগঞ্জ-শাকোয়া সড়ক, কুর্শি-বান্দের বাজার সড়কের বেশীর ভাগ অংশে কার্পেটিং উঠে গিয়ে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। যার ফলে রাস্তা দু’টি এখন মরন ফাঁদে পরিনত হয়েছে। এসব সড়কের মধ্যে নিম্নমানের কাজ হলেও হবিগঞ্জ এলজিইডি অফিস ও নবীগঞ্জ এলজিইডি অফিস সংশ্লিষ্ট ঠিকাদারদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে অদৃশ্য কারনে নীরবতা পালন করছে। ফলে জনতার মধ্যে বিরাজ করছে ক্ষোভ।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরো খবর
Copy Protected by Chetan's WP-Copyprotect.